আমাদের কথা খুঁজে নিন

   

শুভ বিজয় দিবসে সবাইকে রক্তিম শুভেচ্ছা।আর এই দিনে সাকা চৌ.কে গ্রেফতার যেন আর একটি বিজয়।



আজ মহান বিজয় দিবস। আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি বিজয়ের ৪০ বছর। আজ আমাদের অনেক খুশির দিন। আর এইবার খুশিকে বাড়িয়ে দিলো খবরটি, সাকা চৌ. গ্রেফতার। ওর বিচার সহ মুজাহিদ, গোলাম আজমদের বিচার হলে মনে হবে বিজয় অকেটা স্বার্থক হবে।

মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারও শান্তি পাবেন এতে। আজকে মনে কয়েকটি প্রশ্ন জাগচে আর তা হলো স্বাধীনতার এত বছর পরও আমরা সঠিক ইতিহাস নিয়া বিভ্রান্তিতে পড়ি। এত বছর বছর পরেও কেনো সর্বজন গৃহীত কোনো সঠিক ইতিহাস আমরা জানি না? এক এক জন এক এক ভাবে ইতিহাস মেনে চলে। যেমন: একটি দল মনে করে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক যতগুলো লেখা পড়লাম তাতে দেখা যায় মেজর জিয়া স্বাধীনতা ঘেষনা করেন শেখ মুজিবের পক্ষে ২৭ ই মার্চ। কিন্তু আমাদের স্বাধীনতা দবিস ২৬ মার্চ।

তাহলে তিনি ঘোষক কেমনে হলেন? আজকের দিনে সকল আলোচনা সভায় প্রধান্য পায় মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবকে নিয়ে। এটা আসা স্বাভাবিক । স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবের পাশাপাশি মেজর জিয়ারও অবদান আছে কিন্তু আজকের দিনের আলোচনা সভায় একটি দল যেমন মেজর জিয়ার কথা উল্লেখ করবেন না , তেমনি অন্য একটি দল শেখ মুজিবের অবদান স্বীকার করতে চান না। স্বাধীনতা সম্পর্কে একটি বিশেষ গোষ্ঠী বলেন শেখ মুজিব নিজের স্বার্থের জন্য সব কিছু করেছেন। এইসব কথা শুনলে মনে অনেক কষ্ট লাগে আর প্রতিবাদ করতে ইচ্ছা করে।

এখনও আমাদের অনেককেই প্রশ্ন করলে বলতে পারে না ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস না-কি স্বাধীনতা দিবস? কারন এই বিষয়গুলি নিয়া বিশেষ দিন ছাড়া তেমন আলোচনা হয় না। তাই, এখনই উচিৎ হবে সর্বজন স্বীকৃত একটি জাতীয় কমিটি করে স্বাধীনতার সঠিক ইতিহাস রচনা করে এক্কেবারে শিক্ষার পাথমিক স্তর থেকে সিলেবাসে আন্তর্ভক্ত করা। আর এটা নিয়া যত দেরী করা হবে এর ইতিহাস নিয়া আমাদের মধ্যে ততই বিভ্রান্তির সৃষ্টি হবে। আজকের এই আনন্দের দিনে স্মরন করছি তাদের কে , যাদের সাহসীকতায় আর কোটি কোটি প্রানের বিনিময়ে আমাদেরকে এই সুন্দর দেশটিকে উপহার দিয়েছেন। শুভ বিজয় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।