"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
এক পঙ্গু মুক্তিযোদ্ধা
আপদে বিপদে
আছো বেশ নিরাপদে
দেশটা তোমারি
যতই করো বাটপারি।
আমি এক নির্বোধ
হয়নাতো দেনা শোধ
মুচলেকা দিয়ে ভাবি
আর কোথা পালাবি!
প্রচারে প্রসারে
তুমি জয় জয়কারে
ঘরে কিংবা বাইরে
চামচারা লেজ নাড়ে।
আমি শুধু ধুঁকছি
প্রেসারেতে ভুগছি।
যুদ্ধের ইতিহাস
অনাহারে গিলছি।
তুমি আমি ফ্রন্টে
একই রেজিমেন্টে
পাকসেনা নিধনে
মেতেছিলাম দুজনে।
বোমার আঘাতে
পারেনি থামাতে
লালসবুজ পতাকা
আকাশে ওড়াতে।
রক্তমাখা জামাতে
গুলি খাওয়া হাঁটুতে
বিজয়ের উল্লাসে
ফিরেছিলাম নিজদেশে।
তুমি আমি তারপর
দুজনেই বেখবর
তুমি হলে নেতা আজ
পঙ্গু আমি নেই কাজ।
দিন গেল বদলে
সবই তোমার দখলে
তোমার খবর রোজ পড়ি
নিজের সাথে যুদ্ধ করি।
তোমার আমার এক টিকেট
মুক্তিযুদ্ধের সার্টিফিকেট
তোমার জন্য লাক্সারী কার
আমার জন্য হুইল চেয়ার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।