আমাদের কথা খুঁজে নিন

   

ধানমন্ডি লেকে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন

সাম্প্রতিক সময়ে ধানমিন্ড লেকে ময়লা ফেলার জন্য পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন স্থাপন করা স্বত্ত্বেও অনভ্যস্ততার কারণে এখনও সেগুলির সদ্ব্যবহার হচ্ছে না। যে কারণে পূর্বের ন্যয় প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন অপচনশীল ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলার কারণে লেকের পানি দূষিত হচ্ছে। এ সকল আবর্জনা ক্রমশ তলানীতে জমে লেক ভরাটের আশঙ্কা তৈরি করছে। ভূগর্ভস্থ পানি রিচার্জ হওয়া বাধাগ্রস্থ করছে। যা পানি সঙ্কট ও জলাবদ্ধতা সমস্যাকে বৃদ্ধি করবে। এবং লেকে পরিবেশ ধ্বংস করছে। ধানমন্ডি লেকের পরিবেশ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই এখানে বিনোদনের জন্য আসি। অন্যের বিনোদনের সুযোগ যাতে নষ্ট না হয় তা লক্ষ্য রাখা দরকার।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।