আমাদের কথা খুঁজে নিন

   

Banglalion এর ইশপিশাল অফার কিন্যা ফাইস্যা গেছিগা



আজ বাংলালায়ন বিজয় দিবস উপলখ্যে ১২৯৯ টাকায় মডেম দিচ্ছে শুনে তড়িঘড়ি করে ওদের পয়েন্ট এ খোজ নিলাম। ওরা বলল ঠিক ই শুনেছেন। ব্যস! আমার মনে লাড্ডু ফুটলো! কিনে ফেললাম মডেম+৮০০ টাকার পোস্ট পেইড প্যাকেজ ভ্যাট সহ টোটাল খরচ পড়ল ২২০০ টাকা। আমি জানি যে,পরের মাস থেকে পোস্ট পেইড এর যে কোনো প্যকেজ ব্যবহার করতে পারব। পয়েন্টের ম্যানেজার কে জিজ্ঞাসা করলাম সে বলল আমরা এখনো বিস্তারিত জানিনা,তবে করতে পারার ই কথা। আমি খুশি মনে বাড়ি চলে আসলাম। ফেসবুকে স্ট্যটাস দিলাম, "using wimax! speed like charm!" আমার এক বন্ধু এসে কমেন্ট করে দিতীয় লাড্ডুটি ফুটালো! তখনই জানলাম যে এই স্পেশাল অফার যারা নিয়েছে ,তারা প্রথম ৩ মাস কোনো আনলিমিটেড প্যাকেজ ই নিতে পারবেনা এবং কোনোদিন ৬০০ টাকার আনলিমিটেড প্যাকেজ টা নিতে পারবেনা! কেমন লাগে চিন্তা করেন? :@ শালার বাংলালায়ন এর মারে খালা :@ আমি অহন কি করুম কন দেহি? আমার পক্ষে কোনমতেই প্রতি মাসে ৮০০ অথবা ১০০০ টাকা দিয়ে ইন্টারনেট ইউস করা সম্ভব না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।