আমাদের কথা খুঁজে নিন

   

শাহরুখ,স্বপন চৌধুরীদের মতো লোক পৃথিবীতে যতদিন থাকবে ততদিন ইভটিজিং বন্ধ হবে না

ধন্যবাদ

ভোলাতেও আজকে পত্রিকায় প্রকাশিত একজন বালিকা বখাটের কারণে একজন আত্মহত্যা করেছে। প্রত্যেক হত্যাকান্ড বা আত্মহত্যার , সরকার অশ্লীলতার প্রচাকারী কেউ এর দায় দায়িত্ব এড়াতে পারেনা। জন্য ইভটিজিং কে উস্কানি দেওয়ার জন্য নষ্ট-নষ্টাদের তৎপরতা থেমে নেই। কতটা ব্যাক্তিত্বহীন হলে স্বয়ং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি নগ্ন নারীর রুপসুধা উপভোগ করার চেয়ার ছাড়া নিচে বসে শয়তানি জলসায় অংশগ্রহণ করেন। ১. রাস্তায় নোংরা সিডি ২.নোংরা পত্রিকা ৩.নষ্ট উপন্যাস ৪. উলঙ্গ বা পোশাক পরেও পোশাকহীন তথাকথিত বিনোদন ৫.পত্রিকায় বিনোদনের পাতার নামে নোংরামির প্রচারণা ৬.চরম রুচিহীন সিনেমা ব্লগারবৃন্দ আপনার আরো অনেক বিষয় যোগ করতে পারেন্ । এগুলো চালু রেখে ইভটিজিং বন্ধ করার উদ্যোগ পন্ডশ্রম ছাড়াই কিছুই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।