আমাদের কথা খুঁজে নিন

   

দ্য রিয়েল পাইরেটস অব সোমালিয়া



এটা স্বস্তিকর যে, সোমালীয় জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ 'এমভি জাহান মনি'র সবাই ভালো আছেন। প্রচলিত অর্থে ভালো থাকার কথা নয়; কিন্তু অক্ষত যে আছেন তাইবা কম কিসে? জলদস্যুদের নানা নিষ্ঠুরতা নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে। তৈরি হয়েছে মুভি। এর সাম্প্রতিকতম একটি 'পাইরেটস অব ক্যারেবিয়ান' তো এতটাই জনপ্রিয় হয়েছে যে মাত্র সাত বছরের মধ্যে চারটি সিক্যুয়েল তৈরি হয়েছে। স্বীকার করতে হবে, জলদস্যুদের যে ভাবমূর্তি দুনিয়াজুড়ে প্রচলিত, সোমালিয়ার অস্ত্রধারীরা ততটা নিষ্ঠুর নয়।

তারা মুক্তিপণ পেলেই খুশি। ওই পেশায় সোমালিয়রা বেশ নবীণও। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট সোমালিয়া উপকূলীয় অঞ্চলে জাহাজ ছিনতাই শুরু হয়েছিল একুশ শতকের শুরুতে। প্রথম দিকে দস্যুরা বেছে বেছে খাদ্যবাহী জাহাজ লুট করত, তারপর অন্যান্য পণ্যবাহী। কিন্তু পণ্যবাহী জাহাজ লুট করা অনেক ঝামেলার।

অনেক পণ্য তাদের কোনো কাজে আসে না; আবার সেগুলো সংরক্ষণ করাও ঝামেলা। ফলে তারা নির্বিচারে জাহাজ আটক করে মুক্তিপণ আদায় শুরু করে। এটা এত বেড়ে গেছে যে, কোনো কোনো বছর তা চার-পাঁচশ'তেও পৌছে যায়। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ও, বিশেষ করে ওই নৌপথ ব্যবহারকারী দেশগুলো জলদস্যুদের হাত থেকে বাঁচতে সম্মিলিত ও নিজস্ব সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। গঠিত হয় কোম্বাইন্ড টাস্কফোর্স- ১৫০ বা মেরিটাইম সিকিউরিটি পেট্রল এরিয়ার মতো যৌথ ব্যবস্থা।

ভারত ও রাশিয়ার মতো কয়েকটি দেশ নিজস্ব টহল জাহাজও মোতায়েন করে। এসব তৎপরতায় দস্যুতা খানিকটা কমেছে বটে; একেবারে বন্ধ হয়ে যায়নি। আবার কোনো জাহাজ বিপদে পড়লেই যে বিদ্যমান সুরক্ষা ব্যবস্থা থেকে সুবিধা পাবে, তাও নিশ্চিত করা সম্ভব হয়নি। গত দু'বছরের রেকর্ড ঘেঁটে দেখা গেছে- যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়ার মতো শক্তিশালী পক্ষগুলোর জাহাজ এড়িয়ে দস্যুরা নিজস্ব সুরক্ষাবিহীন দেশের পতাকাবাহী নৌযানগুলোকে বেশি টার্গেট করছে। তাহলে অন্য জাহাজগুলোর কী হবে? তারও আগের প্রশ্ন, জলদস্যুতার সুদীর্ঘ ইতিহাসে অপরিচিত মুখ সোমালিয়ানরা হঠাৎ, একুশ শতকে এসে জাহাজ জিম্মি করায় মেতে উঠল কেন? এর পেছনে রয়েছে জলদস্যুতার চেয়েও নিষ্ঠুরতম কাহিনী।

'ব্যর্থ রাষ্ট্র'র যে ধারণা কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশে ঘুরে বেড়িয়েছে, তার উদাহরণ দিতে গিয়ে সবার আগে নাম নেওয়া হয় সোমালিয়ার। টিআইর দুর্নীতি সূচকেও গত কয়েক বছর ধরে দেশটির জন্য শীর্ষস্থান বাঁধা। এখনও সেখানে কেন্দ্রীয় একটি সরকার আছে বটে, গোটা দেশ শাসিত হচ্ছে কয়েক ভাগে বিভক্ত হয়ে। একেক ভাগে একেকটি যুদ্ধবাজ গোষ্ঠীর রাজত্ব। অনেকে মনে করেন, সোমালিয়ার এমন অবস্থার জন্য পশ্চিমা গোষ্ঠী বিশেষ করে আমেরিকাই দায়ী।

১৯৯১ সালে এক অভ্যুত্থানে নির্বাচিত সরকারের পতনের পর বশংবদ সরকার বসাতে একের পর এক পরীক্ষা-নিরীক্ষাই সোমালিয়াকে ধ্বংসের দ্বারপ্রান্তে টে পৌছে দিয়েছে। শুধু তা-ই নয়, প্রভাবশালী রাষ্ট্রগুলো মা-বাপহীন সোমালিয়া উপকূলেও চালিয়েছে যথেচ্ছাচার। সোমালিয়ার এক তৃতীয়াংশ মানুষকে এখনো বৈদেশিক খাদ্য সহায়তার ওপর নির্ভর করতে হয়। কিন্তু বিদেশীরা খোদ সোমালীয়দের নৌযান তাড়িয়ে দিয়ে যেমন খুশি মাছ ধরেছে। নানা বিষাক্ত বর্জ্যভর্তি জাহাজের- বিশ্বের আর কোনো উপকূলে যেগুলোর স্থান নেই- নিরাপদ গন্তব্য হয়েছে সোমালিয়ার সমুদ্রাঞ্চল।

হালে অভিযোগ উঠেছে, জলদস্যুবিরোধী টহলের নামে আসলে শক্তিশালী পক্ষগুলো সাগরবক্ষে খনিজসম্পদ অনুসন্ধান চালাচ্ছে। প্রশ্ন উঠতেই পারে, কারা প্রকৃত 'পাইরেটস অব সোমালিয়া'? সোমালিয়ার দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে বাংলাদেশ কোনো পক্ষ নয়। তারপরও বিপাকে পড়তে হয়েছে। আমাদের নাবিকরা এখন যত তাড়াতাড়ি মুক্তি পেয়ে ঘরে ফিরে আসেন ততই মঙ্গল। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দুষ্টচক্র থেকে সোমালীয়দের মুক্তিও কি আমরা কামনা করতে পারি না?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।