আমাদের কথা খুঁজে নিন

   

যারা আমার চিঠি পড়বেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার মতো আর কারো জীবনই যেন নষ্ট না হয়

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

‘যারা আমার চিঠি পড়বেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার মতো আর কারো জীবনই যেন নষ্ট না হয়, এইসব বখাটে ছেলের কবলে যেন আমার মতো আর কারো শিকার হতে না হয়’। মৃত্যুর আগে এভাবেই ডায়রিতে চিঠি লিখে শেষ করেছেন কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজের মানবিক প্রথম বর্ষের ছাত্রী চৈতি আক্তার (১৭)। নিজ শোবার ঘরে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে রোববার সন্ধ্যায় আত্মাহত্যা করেছেন চৈতি। পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। চৈতি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহাদাত হোসেন শিকদারের মেয়ে।

তার বাড়ি কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামে। ডায়েরিতে চৈতি আরো লিখেছেন, ‘আমার জীবনের মায়া ত্যাগ করলাম শুধু একটি ছেলের জন্য। তার নাম সাগর। একটা মেয়ের জীবনে যা অমূল্য ধন হিসেবে তোলা থাকে তা আমার থেকে ঐ ছেলেটা অনেক ছলে-বলে কৌশলে আদায় করে নিয়েছে। এমনকি আমার বোনকে নষ্ট করার জন্য হুমকি দিয়েছে।

তাই আমি ভাবলাম আমার জীবন নষ্ট হয়েছে কিন্তু আমার বোনের জীবন নষ্ট হতে দেব না। আমার এত কষ্ট, আমি এই কথাগুলো কাউকে বলতে পারতাম না। পরে শেষে আমার বোন চাঁদনীর কাছে বলেছিলাম। আমার বাবা খুব রাগী, তাকে খুব সম্মান করি। তাই তার কাছে বলার মতো সাহসও হয়নি।

পরে চাঁদনী ছোট মামির কাছে ব্যাপারটা জানায়। কিছুদিন আগে সাগর অতিরিক্ত ভয় দেখিয়ে উত্ত্যক্ত করায় আমি না বলে আর পারিনি। একটা মেয়ে কখন তার জীবনের মায়া ত্যাগ করে। কিন্তু আমি যে বাঁচব তার কোনো কূলই ছিল না। আমি জানি আত্মহত্যা মহাপাপ।

তার পরেও আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। চৈতির মামা জামাল শিকদার জানান, দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের বখতিয়ার শিকদারের ছেলে সাগর শিকদার তার ভাগ্নি চৈতিকে প্রায়ই উত্ত্যক্ত করত। তার কারণেই চৈতি আত্মহত্যা করেছে বলে ডায়েরিতে লিখে গেছে। সাগর বিবাহিত। তার স্ত্রী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। চৈতির অভিভাবক যদি মামলা দেয় তাহলে আমরা মামলা নেব। সাগর শিকদার ৪ বছর আগে বিয়ে করেছে। তবে যতদূর শুনেছি চৈতির সঙ্গে সাগরের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জের ধরেই চৈতি আত্মহত্যা করেছেন বলে আমাদের প্রাথমিক ধারণা এখানে এখানে দেখুন আরো একটি ইভটিজিংয়ের কারনের খবর


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।