আমাদের কথা খুঁজে নিন

   

মদ আর নারী নিয়ে মেতে থাকেন সৌদি প্রিন্সরা



সৌদি আরবে ইসলামী শরিয়া আইনের কড়াকড়ি থাকলেও সে দেশের যুবরাজদের বাড়িতে অনুষ্ঠিত হ্যালো ইন পার্টিতে মদ, বিভিন্ন ধরনের নেশা ও অবাধ নারী সম্ভোগের ছড়াছড়ি রয়েছে সৌদি আরবে ইসলামী শরিয়া আইনের কড়াকড়ি থাকলেও সে দেশের যুবরাজদের বাড়িতে অনুষ্ঠিত হ্যালো ইন পার্টিতে মদ, বিভিন্ন ধরনের নেশা ও অবাধ নারী সম্ভোগের ছড়াছড়ি রয়েছে। সম্প্রতি ওয়েভভিত্তিক সংবাদ মাধ্যম উইকিলিকসের ফাঁস করা যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক তারবার্তায় এ ব্যাপারে জানা গেছে। সৌদি রাজপরিবারের সদস্যরা এসব ঘটনার সঙ্গে জড়িত থাকায় ওই দেশের পুলিশ এ বিষয়ে নাক গলায় না। খবর এএফপি, জিনিউজ অনলাইনের। ২০০৯ সালের নভেম্বরে সৌদি আরবে নিযুক্ত মার্কিন কূটনীতিকরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই তারবার্তায় বলেন, সৌদি সমাজে ওহাবি ঘরানার রীতি-নীতি পালনের কঠোরতা রয়েছে।

কিন্তু এর সিকিভাগও অনেক যুবরাজের পরিবারে মানা হয় না। এতে বলা হয়, রাজপরিবারগুলোতে অনুষ্ঠিত হ্যালো ইন পার্টিতে গড়ে ১৫০ জনের মতো ব্যক্তি অংশ নেয়। এসব পার্টিতে বিভিন্ন দেশের কূটনীতিকরাও যোগ দেন। পার্টির পরিবেশকে পশ্চিমা দেশের নাইট ক্লাবের সঙ্গেও তুলনা করা হয়েছে ওই তারবার্তায়। সেখানে নারী-পুরুষের উন্মত্ত নাচ ছাড়াও মাদকদ্রব্যের ব্যাপক ছড়াছড়ি রয়েছে।

তারবার্তায় বলা হয়, সম্প্রতি জেদ্দায় অনুষ্ঠিত পার্টিগুলোতে পতিতাদেরও যুক্ত করা হয়েছে। এক সৌদি নাগরিকের উদ্ধৃতি দিয়ে নথিতে বলা হয়, স্থানীয় ধনাঢ্য ব্যবসায়ীরা যুবরাজদের বাড়িতে পার্টি করার চেষ্টা করেন। অথবা যুবরাজদের সঙ্গে নিয়ে নিজেদের বাড়িতে এ ধরনের পার্টি করা হয়। যাতে পুলিশের ঝামেলা থেকে মুক্ত থাকা যায়। হিজবুল্লাহবিরোধী বাহিনী :উইকিলিকসের ফাঁস করা তথ্যে জানা গেছে, লেবাননের হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীকে ঠেকাতে বিশেষ বাহিনী গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল সৌদি আরব।

২০০৮ সালের মেতে ইরাকে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড সেটাফিল্ডের সঙ্গে বৈঠকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল-ফয়সাল এ প্রস্তাব দেন। ব্রিটেন নতজানু :স্কটল্যান্ডের লকারবির আকাশে যাত্রীবাহী বিমানে বোমা হামলার সঙ্গে জড়িত আবদেল বাসেত আলি আল-মেগরাহির ব্যাপারে ব্রিটেনের বিরুদ্ধে হুমকি দেয় লিবিয়া। স্কটল্যান্ডের কারাগারে লিবিয়ার নাগরিক মেগরাহি মারা গেলে এর জন্য ব্রিটেনকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দেয় দেশটি। উইকিলিকসের ফাঁস করা গোপন তারবার্তায় বলা হয়, লিবিয়ায় পরিচালনাধীন ব্রিটেনের সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, এর জের ধরে মেগরাহিকে মুক্তি দেওয়া হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।