স্বপ্ন ভরা জীবন আমার...
আগেই বলে নিতে চাই, এই পোস্টটি কাউকে বা কোন অঞ্চলের মানুষকে হেয়
করার জন্য নয়।
গতকাল বন্ধুরা মিলে একটি রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলাম। কথা বলতে বলতে একসময় এক বন্ধু আর এক বন্ধুকে বলল যে তোর ইংরেজিতেও নোয়াখালির টান আছে। আসলে সে এক বিদেশি বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলছিল। কিন্তু তাকে কমেন্ট টা করাই হল হেয় করার জন্য।
এভাবেই প্রতিনিয়ত আমরা কিছু মুষ্টিমেয় অঞ্চলের লোককে হেয় করে কথা বলি।
হ্যাঁ এসব অঞ্চলের লোকের কিছু নির্দিষ্ট সমস্যা আছে। যেমন-
বরিশালের মানুষ অন্তরে যা ভাবে মুখে কখনোই তা বলে না,মানে মুলহে এক অন্তরে আর ক।
নোয়াখালির মানুষ সবসময় অন্য মানুষ সম্পর্কে জানতে চায়, প্রাইভসি ওয়ার্ডটা ডিকশেনারিতে নাই। মানুষের গোপন জিনিস জানতে সবসময় ততপর থাকে।
কুমিল্লার মানুষ কোন কথা গোপন রাখতে পারে না। বিশেষ করে গোপন কথাগুলোই ফাঁস করে দেয়।
চাঁদপুরের মানুষ দলগতভাবে কিছু কিছু মানুষকে তিরস্কার করতে পছন্দ করতে পছন্দ করে।
আসলে এভাবে দেখলে প্রতিটি অঞ্চলের মানুষের কিছু সমস্যা দেখা যায়-জামালপুর,ময়মনসিংহ্,উত্তরবঙ্গ ইত্যাদি। মনস্তত্ত্ববিদগন মনে করেন কোন অঞ্চলের বিশেষ পেশা,প্রকৃতি ইত্যাদির উপর তাদের স্বভাব গড়ে উঠে।
তাই সব অঞ্চলের মানুষের কিছু ভাল দিক আছে আবার কিছু খারাপ দিক আছে। আবার এক অঞ্চলের সব মানুষই ভাল নয় আবার সবাই খারাপ ও নয়। কিছু বিশেষ বৈশিষ্ট সব অঞ্চলের মানুষেরই থাকে এবং তা অবশ্যই ভাল-খারাপ
মিলিয়ে।
কিন্তু তাই বলে কোন বিশেষ অঞ্চলের মানুষকে এসব কারনে তার ব্যক্তিগত চরিত্র মূল্যায়ন না করে শুধুমাত্র অঞ্চলের কারনে তিরস্কার করা বা হেয় করা উচিত নয়,এটা চরম আকারে ব্যক্তিগত আক্রমণ। তাই আসুন বাংলাদেশ থেকে এ প্রথাটি উঠিয়ে দেই।
আমরা সবাই বাংলাদেশি,এ পরিচয়ে মূল্যায়ন করি প্রত্যেক মানুষকে।
ধন্যবাদ।
(বুদ্ধিজীবী দিবসের এ প্রাক্কালে আসুন বাংলার সে সকল সূর্য সন্তানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি,আর যারা তাদেরকে ঘৃন্য পন্থায় হত্যা করেছে তাদেরকে এবং তাদের বর্তমান দোসরদের তীব্র ঘৃণা জানাই,সামজিকভাবে তাদের প্রতিহত করার প্রতিজ্ঞা করি। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।