আমাদের কথা খুঁজে নিন

   

Md5 এর মাধ্যমে ডাটাবেজে পাসওয়ার্ড

কম্পুটার বিজ্ঞানী

যারা ওয়েব ফ্রেমওয়াকে নতুন কাজ করেন তাদের ডাটাবেজে পাসওয়ার্ড রাখা একটু ঝামেলার। অনেকে Md5 Encryption করে আবার decrypt করতে চান। কিন্তু এটা প্রায় অসম্ভব। এই Md5 Encryption এর কারণে ব্যবহারকারীরা সিকিউরড থাকেন। Md5 করার কারণে এডমিন বা ডাটাবেজ এডমিন রা উজারডের পাসওয়ার্ড দেখতে পারেন না। ডাটাবেজে sign in এর সময় Md5 করে রাখতে হবে। পরে লগ ইন করার সময় উজারের ইনপুট দেওয়া পাসওয়ার্ড কে পুনরায় Md5 করে ডাটাবেজের সাথে মিলিয়ে নিয়ে session set করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।