আমাদের কথা খুঁজে নিন

   

যখন পাহাড়ের চূড়ায়---(চট্টগ্রাম অংশ)



হয়ত মূসা ইব্রাহিম এর এভারেস্ট জয় এর আনন্দটা খুব বেশি ছুয়ে গেছিল আমাকে, তাই এভারেস্ট পর্যন্ত না যেতে পারলেও নিজের দেশ এর পাহাড়গুলো এ এক ঝলক দেখে এলাম। আমি জানি না এভারেস্ট এর সাথে তুলনা চলে কিনা কিন্তু আমি যা দেখে এলাম তা কোনো অংশে কম না, বিশেষ করে চড়ার বেলায়.। পাহাড়ের নেশা আমার বাবার খুব বেশি, আমার ও কম না, তাই এবার আর কোনো প্রকার বাধা না মেনে সপরিবার এ রওনা দিলাম আমাদের পাহাড়ী অঞ্চলে, চট্টগ্রাম, রাঙ্গামাটি আর বান্দরবান ভ্রমন এ। ৭ দিন এর এই ভ্রমন শেষে বাড়ি ফিরেই এই ব্লগ এ যোগ দিলাম, কারণ এই অভিজ্ঞতা সবাই কে না বললে খুব বড় ভুল হবে । এই ব্লগ এ আমি প্রথম যে লেখা পড়েছিলাম তা ছিল ভ্রমন নিয়ে আজ আমি ও সেই ভ্রমন নিয়েই লিখছি।

নতুন আমি তাই লেখা যেমন এ হোক না কেন আমি লিখব। যেদিন প্রথম চট্টগ্রাম পৌছাই সেদিন ও আমার কোন ধারণা ছিল না যে আমি কি অবিশ্বাস্য সুন্দর প্রকৃ্তি দেখব। চট্টগ্রাম এ প্রথম যে মানুষটার সাথে পরিচয় সে হল আমাদের রেস্ট হাউস এর কেয়ার টেকার। শান্ত শিষ্ট সেই মানুষ টা যে এত ভাল রান্না করতে পারে না খেলে বিশ্বাস করা কঠিন হত। ভাগ্যক্রমে আমরা একটা খুব ভাল গাইড ও ড্রাইভার পেয়েছিলাম।

তার সাহায্য চট্টগ্রাম এর সব জায়গা এ আমরা টাচ করতে পেরেছিলাম। ফয়েস লেক এর কথা আমি বলব না। জায়গা টা সুন্দর কিন্তু কেন জানি আমার মনে হয় এতটা বাড়াবাড়ি না করে প্রকৃ্তি কে তার মত থাকতে দিলেই হত। পতেংগা বীচ নিয়ে কি আর বলব, সমুদ্র আমার সবসময় এ ভাল লাগে তা যেমন এ হোক। তবে এত গুলো আর এত বড় বড় জাহাজ দেখে খুব মজা পেয়েছি।

চট্টগ্রাম এর সব কিছুই ভাল লেগেছে খুব, তবে এই পুরো ছুটিতে সব চেয়ে ভাল লেগেছে ওই দিকের মানুষের পরিচ্ছন্নতা দেখে, যেখানেই গেছি সব জায়গাই যথেষ্ট পরিস্কার ছিল। চট্টগ্রাম এর যে জায়গা তা আমার মনের কমল অংশকে ছুয়ে গেছে তা হল ওয়ার সিমিনট্রি। কেন জানি আমার ভীষণ কান্না পাচ্ছিল সেই সব মানুষ দের জন্য যারা এই দূর দেশের মাটিতে শুয়ে আছে। যারা প্রান দিয়েছিল এই পৃথিবী্র শান্তির জন্য,আমাদের শান্তির জন্য কিন্তু আমরা কি সত্যি শান্তি তে আছি????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।