আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করুন Nero Burning Rom 9.4.13.2 Portable ,""হাইলী কমপ্রেশড""!! ইন্সটল/ক্রাক করার ঝামেলা নাই। মাত্র ৪১ মেগাবাইট!!!!


আপনি আপনার কম্পিউটারে যত সফটওয়্যার ইন্সটল করবে, ততো রেজিস্ট্রিতে ফাইল জমা হবে। আপনার কম্পিউটারও সেই সাথে পাল্লা দিয়ে স্লো হবে। একথা সবাই জানে। কিন্তু কিছু কিছু সফটওয়্যার ব্যবহার না করলেই নয়। যেমন- নিরো।

সিডি/ডিভিডি বার্ন করা থেকে শুরু করে সিডি/ডিভিডি ইমেজ বানানো, কভার ডিজাইনসহ সিডি/ডিভিডি সম্পর্কিত যত প্রকার কাজ আছে, সব কাজই এই সফটওয়্যার দিয়ে করা যায়। কিন্তু সফটওয়্যারটি ইন্সটল দিলে সিড্রাইভ সহ রেজিস্ট্রিতে বেশ জায়গা দখল করে নেয়। তাহলে উপায়????? হ্যা, উপায় একটাই। তা হল- পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করা। তাই আজ আমি আপনাদের Nero Burning Rom 9.4.13.2 Portable সফটওয়্যারটি উপহার দিব।

যা ডাউনলোড করলে ইন্সটল করার বা ক্রাক করার কোন ঝামেলা আপনাকে ফেস করতে হবে না। এটি প্রি-অ্যাক্টিভেট করা আছে। নিরো বারনিং রম এর পোর্টেবল ভার্সন পাওয়া একটু কঠিন হলেও আপনাদের জন্য আমি জোগার করেছি। আর নিরো সম্পর্কে সবাই জানে। তাই এর সম্পর্কে বিস্তারিত বলার প্রয়োজন দেখছি না।

সবচাইতে বড় কথা, এটি হাইলী কমপ্রেশ করা। উইনরার দিয়ে এক্সট্রাকট করার পর যার সাইজ ২১৭ মেগাবাইট হবে। আমি নিজে ব্যবহার করছি। তাই নিশ্চিন্ত থাকুন। তাই আর দেরি না করে ঝটপট Nero Burning Rom 9.4.13.2 Portable সফটওয়্যারটি মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আরও সুবিধার জন্য নিচে ScreenShot দিয়ে দিলামঃ- উইন্ডোস৭ এবং ভিস্তা ব্যবহারকারীরা "অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে রান করান।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।