রিয়াল মাদ্রিদ থেকে চেলসিতে যোগ দেয়ার পর প্রায়ই ক্রিস্টিয়ানো রোনালদোকে খোঁচা দিচ্ছিলেন মরিনিয়োর। সম্প্রতি তিনি এক সাক্ষাতকারে বলেন, রিয়ালের এই তারকা 'আসল রোনালদো' নয়। তবে সাবেক কোচের এ মন্তব্যের জবাব মুখে নয় বরং বুধবার ইন্টারন্যাশনাল চ্যম্পিয়নস কাপের ফাইনালে মরিনিয়োর চেলসির জালে ২ গোল করে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচ শেষে মরিনিয়োকে তাই বয়সের হিসেবে টেনে এনে আগের মন্তব্যের কোনোমতে একটা ব্যাখ্যা দাঁড় করাতে হয়েছে।
"আমি ব্রাজিলের রোনালদোকে আসল রোনালদো বলেছি কারণ সে ছিল প্রথম রোনালদো।
"
নিজের ব্যাখ্যা আরও জোরদার করতে তিনি বলেন, "আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন টমাস মুলার আর জার্ড মুলারের মধ্যে আসল মুলার কে, আমি বলবো পরের জন আসল। কারণ সে দুইজনের মধ্যে বেশি বয়সী। "
রিয়ালের কাছে হারার পর এখন 'ছোট' রোনালদোরও প্রসংশা করতে হচ্ছে নিজেকে নিজেই 'স্পেশাল ওয়ান' খেতাব দেয়া মরিনিয়োকে।
"ক্রিস্টিয়ানো খুব ভালো একজন খেলোয়াড়, যে গোল করেই যাচ্ছে। তাই সে যখন গোল করে তা বড় খবর না; গোল যখন করে না সেটাই খবর হয়।
"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।