আমাদের কথা খুঁজে নিন

   

১০ ট্রাক অস্ত্রের সঙ্গে তারেক রহমানের সংশ্লিষ্টতার ব্যাপারে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি পেতে চাইছে সিআইডি।

সুন্দর আগামীর প্রত্যাশায়......

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের কোন সম্পৃক্ততা আছে কিনা তা জানতেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক আব্দুর রহিমকে ঢাকার সিআইডিতে নিয়ে আসা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। সূত্রটি বলেছে, এ বিষয়ে বিভিন্ন সংস্থার কর্মকর্তারা আজ রোববার সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে বাবর বলেছেন, ‘তারেক কিছু জানে না। তাকে আমি বেহুদা জড়াতে পারব না। তার চেয়ে আপনারা আমাকে মেরে ফেলুন।

’ জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তাদের ধারণা, ১০ ট্রাক অস্ত্র আমদানির বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী তনয় তারেক রহমান জানতেন। তার নলেজে ঘটনাটি ছিল। বাবর নাকি আরো বলেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে ঘটনার রহস্য উদঘাটনের জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে। মূলত তার নির্দেশেই সেসময় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। বাবর বলেছেন, তারেক রহমান অস্ত্র আমদানির বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না।

যিনি ঘটনার বিষয়ে কিছুই জানেন না তাকে অহেতুক জড়াই কি করে? এদিকে গোয়েন্দা সংস্থার টানা জিজ্ঞাসাবাদে বাবর ক্রমশ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তদন্তকারী কর্মকর্তা আজ সকাল থেকে কয়েক দফায় সাবেক এনএসআই-এর মহাপরিচালক আবদুর রহিম ও বাবরকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করেন। জানা গেছে, জিজ্ঞাসাবাদে কোন আশাব্যঞ্জক তথ্য মেলেনি। জিজ্ঞাসাবাদের জন্য গত শনিবার বাবর ও রহিমকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বিভিন্ন মামলায় কয়েক দফায় রিমান্ডে আনা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেছেন, ১০ ট্রাক অস্ত্রের সঙ্গে তারেক রহমানের সংশ্লিষ্টতার ব্যাপারে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি পেতে চাইছে সিআইডি। যে কারণে বাবরকে বার বার রিমান্ডে আনা হচ্ছে। কিন্তু বাবর জিজ্ঞাসাবাদকারীদের নিরাশ করছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।