আমি কবি আঁকি জগতের স্বপ্ন ছবি আঁখির তুলিতে মননে ও মেধায় আমি শিল্পির সুর , লয় তাল , ছন্দ জাগি লোকজ উৎসবে আনন্দ জলসায় । আমি কবি শিক্ষার প্রসাদ , বিদ্যারত্ন শিক্ষার্থীর পাঠ , শিক্ষাগুরুর তপস্যা বিদ্যাশালা আর তেজস্বী ভাষণ আমি দ্বিপ শিখা সমাজের আলোক অন্নেশ্বা । আমি গনজাগরনের মঞ্চ , নাটকের নটবর স্বাধীনতার চেতাগ্নি দিপ্ত কণ্ঠ আকাশ মৃত্তিকার যত রহস্য উদ্ঘাটন আমি বিপ্লবী জনতার শিখল ভাঙ্গার অবগুনঠ । আমি বিধাতার সেরা উপহার সৃজনশীল সত্ত্বায় , সত্য ও ন্যায়ে ধরণীর প্রান সজীবতায় , ফুল ফুটায়ে ঘুম ভাঙায়ে যাই সব হৃদয়ে । আমি দেশ আমি সমাজ আমি পরিবেশে লড়ি অন্ধ ,কুসংস্কার পদধলে , মানুষ নামের প্রতিভা গড়ি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।