আমাদের কথা খুঁজে নিন

   

F1! F1!, F1!, পিসির নেট দিয়া হটস্পট বানায়া সেই নেট ওয়াইফাই দিয়া মোবাইলে ক্যামনে ব্যবহার করে?

কাজল আব্দুল্লাহ্ এর ব্লগ

হিন্দু ভাইদের নমস্কার, মুসলমান ভাইদের সালাম, অন্যান্য ধর্মামলম্বী ভাইদেরকে আদাব, এবং বিধর্মী ভাইদের কিছু না দিয়েই দিয়ে শুরু করছি। শুনেছি পিসিতে ইন্টারনেট কানেকশন থাকলে সেটিকে হটস্পট বানিয়ে মোবাইলে ব্যবহার করা সম্ভব। আমি করতে চাই, আমার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের রসদ (কনফিগারেশন) দেখে আমাকে প‌্যানপ‌্যান করা থেকে বিরত রাখুন। আমি কিউবি'র ইন্টারনেট মডেম (ইউএসবি) ব্যবহার করি। আমার অপারেটিং সিস্টেম ভিস্তা (৬৪ বিট)।

ওয়াই-ফাই আছে কিন্তু ব্লুটুথ নাই। আমার মোবাইলের মডেল এ্যালকাটেল ওটি-৯৮০। এ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম। ফার্মওয়্যার ২.১। ওয়াইফাই এবং ব্লুটুথ আছে।

ভাই এই রসদে কি সম্ভব। নাকি আরো কিছু কিনতে হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।