আমাদের কথা খুঁজে নিন

   

আর একটু হইলেই বাটে পইড়া যাইতাম।

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

জীবনে তো আর কম বাটে পরলাম না। বাটে পরছি, বাটে ফেলাইছি, বাটে পইরা আবার রক্ষাও পাইছি। আমি আইডিয়াল স্কুলের সাবেক ছাত্র। স্কুলে পড়াকালীন সময়ে অনেক মজার কাহিনী আছে। অগুলা আরেক দিন লিখব।

কাহিনীটা ঘটে গত রিইউনিয়নে। সিটি কলেজের পাশেই স্টার কাবাব এ আয়োজন করা হয়। সুচনা বক্তব্য শেষ করলেন প্রধান অতিথিরা। অনেক বড় ভাই(১৯৬৫-১৯৭৫ এ পাশ করা) উপস্থিত ছিলেন। আমার বাপের বয়সীদের ভাইয়া ভাইয়া কইরা ডাকতে কেমন জানি লাগছিল।

যাই হোক খাওয়া দাওয়া শেষে ১টা রাফেল ড্র এর আয়োজন করা হয়। ২য়,৩য়,৪থ্র,৫ম ঘোষণা করা শেস। আমার রাফেল এর ১ টা সংখ্যাটাও ও মিলে নাই এর আগের গুলাতে। একটু হতাশ ভাগ্য নিয়ে। হঠাত ১৫৩ বলে ঘোষণা আসল।

আমি তো স্তম্ভিত। আমি ১ম প্রাইজ টা পাইয়া গেছি। মঞ্চে গেলাম। এর আগে যারা মঞ্চে উঠছে তাদের সবাইকে কিছু না কিছু করতে হইছে। এবং কেঁউ ই তেমন ভাল কিছু করতে পারে নাই।

বড় ভাই আমারেও কিছু করতে বললেন। নাচতে বল্লেন,নাচতে তো পারি না। আর সামনে তো মেয়েরা বসা, আমার নাচ দেখলে কেঁউ আর অইখানে স্টে করব না তা আমি ভাল কইরাই জানি। গাইতে বললেন, এইটার ও তো তেমন দক্ষতা নাই। ভাই বললেন আবৃতি কর।

আমার তো মাথায় খালি ঐ দেখা যায় তাল গাছ মনে আইতাছে। না এইটা করা যাইব না। সবাই হাসব। রাজি হইলাম যাহ ২ লাইন গান ই গামু যা থাকে কপালে। শুরু করলাম ” আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি “।

দেখলাম একে একে সবাই দাড়ায়া গেল আর আমার সাথে সুর মিলাচ্ছে। স্টেজ থেকে নামার সময় মুচকি হাসি আমার ঠোটে। এমন ই একটা কাম করলাম যেটা সবাই মনে রাখবে। আর কেঁউ আমার গানের গলা নিয়ে কমেন্ট ও করবে না। জাতীয় সংগীত দিয়ে ১ ঢিলে ২ পাখি মারলাম।

ঐ যাত্রায় বাট থেকে রক্ষা পাইলাম। আর প্রতিজ্ঞা করলাম এর পরে এ রকম কোন প্রগ্রামে যাওয়ার আগে অন্তত ২ লাইন গান বাসায় রিহারসাল কইরা যামু। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।