আমাদের কথা খুঁজে নিন

   

এ যেন দেখার কেউ নেই............................

আমি যখন ছোটবেল পত্রিকা পড়তাম, তখন পত্রিকার চিঠিপত্র কলামতো ভুলেও কখনও পড়তামনা। প্রথম প্রথম অবশ্য জানতামও না যে চিঠিপত্র কলাম কি বা কারা লিখে? পরে যখন জেনেছি তখন মাঝেমধ্যে ওখানে চোখ বুলাতাম। দেখতাম সমাজের নানা অসঙ্গতি প্রায়ই চিঠিপত্র কলামে লিখা হতো এবং লিখতেন যারা এর ভুক্তভোগি। কিন্তু সেই লেখাগুলো আসলে যাদেরকে উদ্দেশ্য করে লিখা হতো তারা কখনো পড়তেন কিনা কিংবা পড়লেও সেসব সমস্যার কোন সমাধান উনারা দিতেন কিনা সেই ব্যাপারে সন্দেহ সবসময়ই আমার ছিল এবং এখনো আছে। তখন দেখতাম চিঠিপত্র কলামে অনেকে রাস্তায় ধুলাবালি সম্পর্কে নানান ধরনের তিক্ত অভিজ্ঞতা লিখতেন।

আরো লিখতেন রাস্তায় যানবাহনের হর্নের ব্যাপারে। বর্তমান সময়ে দেখা যায় রাস্তায় ধূলাবালির পরিমাণ এতোটাই অসহ্য রকমের বেড়ে গিয়েছে যে, যতক্ষণ রাস্তাদিয়ে চলাফেরা করতে হয় ততক্ষণই নাকে রুমাল চেপে রাখতে হয়। আর যেহেতু আমরা ছেলে, আমাদের ওড়না পড়ার কোন প্রচলন/নিয়ম/আবশ্যকতা নেই, তাই মাথার চুল ঢাকা যায়না। আর সে কারনে মাথায় প্রচন্ড রকমের খুশকির উদ্ভব হয় ((অনেকে বলতে পারেন টুপি পরে চলাফেরা করতে। কিন্তু ইদানিং আমি আমার মাথার চুলের ষ্টাইল পরিবর্তন করার কারনে সেটা পরা হয়না))।

অনেকে আবার বলে থাকেন এই ধূলাবালির জন্য নাকি তাদের চুলও পড়ে যাচ্ছে। ইদানিং আরো যে ব্যাপারটা বেশী অসহনীয় হয়ে যাচ্ছে, সেটা হলো যানবাহনের হাইড্রোলিক হর্ণ ও বেপরোয়া গতি। এদোটুই প্রধান সড়কগুলোতেতো বটেই চিপা-চাপা/অলি-গলিতে মারাত্মক রকমের বেড়ে গিয়েছে। অথচ এ যেন দেখার কেউ নেই। বর্তমানে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হচ্ছে যানবাহনগুলোর এই বেপরোয়া গতি।

আর ট্রাফিক আইনতো কেউ মানতেই চায় না। আমি যখন গাড়ী চালনা শিখেছি, তখন উপলব্ধি করেছি এ দেশে গাড়ী চালানো কতোটা কষ্টকর এবং ধৈর্য্যের ব্যাপার। আমি আশা করবো এই ব্লগে যদি এমন গুরুত্বপূর্ণ কোন পদে নিয়োজিত কেউ থেকে থাকেন এবং আমার এই লেখাটি তাদের নজরে আসে, তবে অনুগ্রহপূর্বক এ ব্যাপারগুলোতে একটু নজর দিন ((যদিও আমি হয়েতো লেখাটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি))। ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।