ছবিগুলো এতটাই প্রাণবন্ত, মনে হবে খেলার মাঠে উচ্ছ্বাস হচ্ছে। জায়ান্ট স্ক্রিনে ক্রিকেটারদের উল্লাসের দৃশ্যগুলো দেখে একজন দর্শক বিরবির করে বলছিলেন, ‘কাল (রোববার) এমন হাসি থাকলে হয়। ’
পাশ থেকে অন্যজন পরম আত্মবিশ্বাস নিয়ে বন্ধুকে শোনান,‘আরে জিম্বাবুয়ে কোন দল হলো। আমাদের তামিম একা খেললেই বাংলাদেশ জিতবে। ” মন্দ বলেনি।
ছন্দে থাকলে যে কোন দলকে হারাতে পারে বাংলাদেশ। আগের দুই ম্যাচে বিষয়টি ভালোই টের পেয়েছে জিম্বাবুয়ে। অযথা চাপ নেওয়ার প্রয়োজন হয় না। ভয়কে জয় করতে শিখেছেন ক্রিকেটাররা। শেষ ম্যাচেও হয়তো উড়িয়ে দেবে জিম্বাবুয়েকে।
সিরিজের সফল সমাপ্তি টানতে উনিং কম্বিনেশনেও পরিবর্তন আনা হবে না। স্পিন ট্রাকে রাজ্জাক, সাকিব, সোহরাওয়ার্দী এবং নাঈমের ওপর ভরসা রাখছে দল ব্যবস্থাপকরা। মাশরাফি-শফিউল নিরুত্তাপ থাকবেন, ভাবার কারণ নেই।
জিম্বাবুয়ে বধে ছয় বোলারকে প্রেরণা যোগাবেন ব্যাটসম্যানরা। কোচের ভাষায়,“দুই দিন বিশ্রাম পাওয়ায় ফুরফুরে মেজাজে আছে সবাই।
সিরিজটাকে ৩-১ এ নিয়ে যেতে হবে। জিম্বাবুয়ে খুবই ভালো দল। তাদেরকে হারাতে ভালো ক্রিকেট খেলতে হবে। যদিও মানসিকভাবে কিছুটা পিছিয়ে জিম্বাবুয়ে। সেখানেই আটকে দিতে হবে।
”
শনিবার রোদেলা দিন ছিলো। উইকেট শুকিয়ে খেলার উপযোগী হয়েছে। শুধু আউট ফিল্ড সামান্য ভেজা। খেলার আগে সেটুকুও থাকবে না বলে বিশ্বাস সিডন্সের,“আমাদের পছন্দের উইকেট হয়েছে। কয়েক ঘন্টা রোদ পেলে আউট ফিল্ডও শুকিয়ে যাবে।
এখন মনে হচ্ছে এটা একটা ক্রিকেট মাঠ। ”
টানা পাঁচদিন অনুশীলন করে ভালোভাবে প্রস্তুত হয়েছে জিম্বাবুয়ে। যেকোন মূল্যে সাফল্য পেতে মরিয়া এলটন চিগুম্বুরা বাহিনী। অধিনায়ক বলছিলেন,“আমরা জানি ফিরে যাওয়ার আগে একটি মাত্র ম্যাচ খেলবো। প্রস্তুতি ভালো হওয়ায় আমি নিশ্চিত প্রত্যেকে জয়ের জন্য মুখিয়ে আছে।
চারদিন যা করেছি, শেষ ম্যাচে সেগুলো উপস্থাপন করতে চাই। কিছুতেই হারতে চাই না। আশা করি আমাদের সেরা ক্রিকেটটাই খেলবো আগামীকাল। ”
বৃষ্টি বাঁধা হওয়ায় চতুর্থ ওয়ানডে পরিত্যক্ত হলেও জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামের উইকেট এখন খেলার উপযোগী। জিম্বাবুয়ে অধিনায়কের দৃষ্টিতে,“এখানেও স্লো উইকেট আশা করছি।
আগে ব্যাট করলে বড় স্কোর করতে হবে। বোলিং পেলে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রাখার চেষ্টা করবো। এধরণের উইকেট ২০০ রান খুবই ভালো স্কোর। ”
চোট সমস্যায় তৃতীয় ম্যাচ খেলা হয়নি চিগুম্বুরার। রোববার একাদশে ফিরছেন অধিনায়ক।
সেক্ষেত্রে জিম্বাবুয়ে দলে একটি পরিবর্তন আসবে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।