সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞ্যানে,পাবিরে অমূল্য নিধি বর্তমানে
বরং তোমরা ইঁদুর খাও,
ভাতের ওপর চাপ কমাও,
বলছো তোমার রুচি হবে বিকৃতি,
কিন্তু দেখো ইদুর খেলে মশাই পাবে স্বীকৃতি।
বরং তোমরা ইঁদুর খাও,
তাহলে হয়তো ডাইনিং চার্জ বৃদ্ধি পাবে না,
একটি পরিবার ফিরে পাবে পাচক সুখ।
কি হবে মিটিং মিছিল করে।
সোনার বাংলার সোনার ছেলেরা
যারা দেশের কর্ণধার,
কৃষক বাবার শ্রমের টাকায়
হচ্ছে তাদের দিন পার।
আলু ভর্তা আর কচুশাকে
করছি মোরা মেধার লালন,
খাদ্যের সাথে উপোহাস,
সর্বনাশের এ কোন ধরণ।
E-world এর এই সময়ে
খেতে যদি দাও ইদুর,
থাকবে জাতি অন্ধকারে,
এটা হবে E-দূর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।