আমাদের কথা খুঁজে নিন

   

গণ স্বাক্ষরে নাম লখোও দশে গড়তে সাহায্য কর।

আমি বাংলাদেশকে ভালবাসি শাহবাগ আন্দোলনের ২২তম দিনে আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে স্বাক্ষরকারীর ভিড়। সকাল সাড়ে ৬ টায় এসে গণজাগরণ মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিলেন কল্পনা রহমান। রাতের গাড়িতে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছেন চাকরির ইন্টারভিউ দিতে। ঢাকার মাটিতে পা দিয়েই প্রথমেই শাহবাগে এলেন দেশ মাতৃকাকে রাজাকার মুক্ত করার শপথ নিতে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করে বের হওয়া কল্পনা রহমান বলেন, “চাকরি তো নিজের জন্য করব। আর সকালে যা করলাম তা দেশের জন্য করলাম। দেশমাতৃকা আমাদের অনেক দিয়েছে। আমরা তো তাকে কিছুই দিতে পারি নি। ” তিনি বলেন, “গণস্বাক্ষর কর্মসূচিতে যদি রাজাকারদের ফাঁসি নিশ্চিত হয়, তাহলে নিজেকে ধন্য মনে করব।

তখন দেশ মাতৃকার সামনে দাঁড়িয়ে বলতে পারব, মা তোমার মাটি যারা কলঙ্কিত করেছে তাদের ক্ষমা করি নি। ” শুধু কল্পনা রহমানই নয়। সামলা বেগম, রুমিনা খাতুনসহ অনেকেই সকালে আসেন স্বাক্ষর করতে। অনেকে সকালে মনিং ওয়ার্ক সেরে বাসায় ফেরার আগে এসেছেন স্বাক্ষর করে একটি ভালো কাজ করে যেতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।