আমাদের কথা খুঁজে নিন

   

দেড় বছরে লাউয়াছড়ায় বিভিন্ন প্রজাতির প্রায় ২১৫টি বণ্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

গত দেড় বছরে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় পার্কে ২১৫টি বিভিন্ন প্রজাতির বণ্যপ্রাণী ও পাখি অবমুক্ত করা হয়েছে। ২০০৯ সালের জুন থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত সময়ে লাউয়াছড়ায় এসব প্রাণী ও পাখি ছাড়া হয়। জানা যায়, বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে এসব প্রাণী লোকালয়ে এসে স্থানীয় এলাকাবাসীর হাতে ধরা পরে। বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা এসব প্রাণী আটকের পর এগুলোকে উদ্ধার করে এনে লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেন। বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলে অবস্থিত মৌলভীবাজার বণ্যপ্রাণী রেঞ্জ কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা গাজী মোস্তফা কামাল জানান, লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেওয়া এসব প্রাণীর মধ্যে রয়েছে মেছোবাঘ ৩১টি, বানর ২৭টি, লজ্জাবতী বানর ১৮টি, গন্ধগোকুল ১১টি, বনবিড়াল ৮টি, চশমাপরা বানর ৭টি, সোনালী বাঘ ৩টি, মায়া হরিণ ২টি, হিমালয়েন সিভিট ১টি, পেঁচা ৫টি, কিং কোবরা সাপ ১টি, অজগর সাপ ১৮টি, কোবরা সাপ ৫টি, ধনেশ পাখি ৭টি, দোয়েল ১০টি, বালিহাঁস ২টি, কালেম ৩টি, ঈগল ১টি, কোয়েল ২টি, বনমোরগ ৯টি, ইলফিস ৩০টি ও কচ্ছপ ১৫টি। ২১৫টি বণ্যপ্রাণী ছাড়াও শামুক ৩৫টি, কোঁচিয়া ২৬৫টি, এবং ২৭৫টি কাঁকড়া ছাড়া হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।