আমাদের কথা খুঁজে নিন

   

আহা কি শান্তি : বিনামূল্যে হাইস্পিড ওয়্যারলেস ইন্টারনেট



বাসায় সাধারনত গ্রামীনফোন এর লাইন ব্যবহার করি। গত কয়েকদিন ধরে লাইনটা ইনএ্যাকটিভ, কারন আর কিছু নয় আলসেমী করে রিচার্জ করা হয়ে ওঠেনি। বুধবার রাতে রিচার্জ করে পি৬ একটিভ করতে মেসেজ দিরাম, কিন্তু আজ পর্যন্ত কোন ফিরতি এসএমএস পেলাম না। মেজাজ আগুন হয়ে ছিল মেসেজ না পেয়ে। এমন সময় ল্যাপটপের ওয়্যারলেস নেটওয়ার্ক ওপেন করে দেখি বেশ কয়েকটি নেটওয়ার্ক শো করছে।

এর মধ্যে একটি তে কানেক্ট করার অপচেষ্টা করলাম, কিন্তু কি আশ্চর্য আমার কাছে কোন নেটওয়ার্ক কী চাইল না। বুঝলাম নন-সিকিউর লাইন। ল্যাপটপের সব শেয়ারিং অপশন ডিসএ্যাবল করে কানেক্টেড হয়ে দেখলাম সিগন্যাল স্ট্রেন্থ 'পুওর' দেখাচ্ছে তারপর ও ব্রাউজ করার চেষ্টা করে প্রথমবার টাস্কি খাইলাম, ক্লিক করতে দেরী তো পেজ ওপেন হতে দেরী নেই। মেইল ক্লায়েন্ট ওপেন করলাম। ১০ দিনের জমানো প্রায় শ দেড়েক মেইল ডাউনলোড হয়ে গেলো ৫/৬ মিনিটে, যার মধ্যে প্রায় ২০ এমবি এটাচমেন্ট ছিল।

ট্রাই করতে একটা নাটক ডাউনলোড দিলাম, ৪৪.২ এমবি নাটকটা নামতে সময় নিল ৫ মিনিটের মত। মজা পেয়ে গেলাম। আর এখন প্রতিদিন রাতে বিনে পয়সায় এমন হাই স্পিড লাইন ব্যবহার করছি আর ডাউনলোড করে যাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।