আমাদের কথা খুঁজে নিন

   

১০৭ দিন অচেতন থেকে বিদায় মনোয়ারের

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রের (আইসিইইউ) প্রধান অধ্যাপক রেজাউল হক জানান, “ঘটনার দিন (২৪ এপ্রিল) সকাল ১০টায় মনোয়ারকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তখন থেকেই তিনি জীবিত থেকেও ছিলেন মৃত। তার মস্তিস্ক কাজ করছিল না। গোটা সময়টাই তিনি কোমায় ছিলেন। ”
মনোয়ার (২২) রংপুরের মিঠাপুকুর থানার যাদবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

রানা প্লাজার তৃতীয় তলায় ‘নিউ ওয়েভ বটমস লিমিটেড’ করাখানায় আয়রনম্যান হিসেবে চাকরি করতেন।
তিন ভাইবোনের মধ্যে বড় মনোয়ার ধসে পড়ার আট মাস আগে নেন রানা প্লাজায়। এ নিয়ে ‘রানা প্লাজা’ ভবন ধসে এক উদ্ধার কর্মীসহ মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়াঁলো ১ হাজার ৩৩৩ জনে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন বালা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লার উপস্থিতিতে লাশের মেডিকেল পরীক্ষা শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
লাশ পরিবহনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেয়া হয়েছে বলে জানান রিপন বালা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।