পুরনো পোস্ট তবুও দিলাম
ঈদ মোবারক
বেহিসেবি খাওয়ার দিন শেষ ,
হিসেবের দিন শুরু ।
রহমতের রাত সব বিদায় নিয়েছে ,
নিতে পেরেছো কতটুকু নিজের জন্য গুরু ?
ক্ষমার ঈদ চেয়েছো কি প্রভুর কাছে ক্ষমা ?
আমলের মাসে করেছো কতটুকু জমা ?
এত প্রশ্ন করে নিজেকে ব্যাকুল করিও না ,
ঈদের দিনের নামাজের মতো বাকি নামাজও ছাড়িয়ো না ।
প্রতিটি দিন হোক ইবাদাতময়,
প্রতিটি প্রার্থনায় হোক ক্ষমার জয় ,
প্রতিটি পদক্ষেপ হোক আনন্দময় ।
"ঈদ মোবারক ..."
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।