আমাদের কথা খুঁজে নিন

   

কেন শাহরুক খান ও রানী মুখার্জী কে গালাগাল ????



কেন শাহরুক খান ও রানী মুখার্জী কে গালাগাল ? বুঝে উঠতে পারছি না । প্রতিটি পোষ্টে আজ শাহরুক ও রানী মুখার্জী কে গালি । হাজার হোক ঊনারা শিল্পী। বাংলাদেশের সম্মানিত বিশেষ অথিতি। আপনাদের যদি পচ্ছন্দ না হয় বিদ্রোহ করুন, মিটিং মিছিল করুন আয়োজক দের বিরুদ্ধে ।

তাদের গিয়ে ধরুন গিয়ে। খামকা শাহরুক ও রানী কে গালাগাল দিয়ে নিজেদের পরিচয় টা প্রকাশ করেন কেন ? যদি ভালো লাগে, অর্থের সার্মথ্যে কুলায় তবে আপনি যান , দেখুন , আনন্দ করুন । অন্যদের আনন্দ দিন। আমি ওদের ফ্যান বা চামচে নই আমিও যাবো না অনুষ্ঠানে ব্যক্তিগত কাজে বাইরে আছি। কিন্তু সামুতে পাতার পর পাতায় এই ধরনের তুলোধোনা ভালোলাগলো না।

তাই এই অনুরোধ । বিদ্রোহ করুন, গালি দিন সেই সব আয়োজক দের। শিল্পীদের নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।