আমাদের কথা খুঁজে নিন

   

মীর শওকত আলী



১৯৭১ থেকে ২০১০ মোট ৩৯ বছর, এ বছরও যেতে বসেছে। গত ৩৯ বছরে জাতি হিসাবে আমাদের অর্জন কি প্রশ্ন করলে অনেকেই অনেক উদাহরণ দিতে পারবেন। এই হিসাবটা কি কেউ দিতে পারবেন- কি কি অর্জন করার কথা ছিল আর কি কি পেলাম? বোধহয় একটু বিতর্ক আছে এই প্রশ্নের উত্তর নিয়ে। আমি একটু সাহায্য করি- আমাদের সবচেয়ে বড় সম্পত্তি স্বাধীনতা- কি ভাবে এটা পেলাম, তার নির্ভুল ইতিহাস কি আমাদের প্রাপ্য ছিল না? কিন্তু, পেলাম কি- স্বাধীনতার ঘোষক সংক্রান্ত বিতর্ক!!! ঘেন্না হয় নিজের উপর- যখন ভাবি এইভাবে পূর্বপুরুষদের ঋণ শোধ করছি আমরা। আপনার বাবা কে এর জবাব যদি আপনার দিতে দ্বিধা হয় লোকে আপনাকে কি বলবে? ভেবে দেখুন, আমি শব্দটার আশপাশ দিয়েও যেতে চায় না।

কারণ আমিও বাঙালী এবং আমার কিছুটা লজ্জাবোধ এখনো আছে। যে জন্য এত কথা- স্বাধীনতার ইতিহাস- কারা ভালো বলতে পারবেন? যারা স্বাধীনতা উপহার দিয়েছেন তারা। কিন্তু তারা তো চিরজীবী নন। আমাদের কি উচিৎ না তাদের জীবদ্দশায় এই কাজটি সম্পন্ন করা? এই উচিৎ কাজটি যদি না করতে পারি তাহলে কোন দিন ও জানতে পারবনা ঠিক কীভাবে আমরা স্বাধীন হলাম। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের যে ১১টি সেক্টর ছিল তার একটির কমান্ডার ছিলেন মীর শওকত আলী (সেক্টর ৫)।

তিনি মারা গেছেন গতকাল (২০শে নভেম্বর)। ইন্না লিল্লাহী ওয়া ইন্না লিল্লাহী রাজিউন। একজন মানুষকে আমরা হারালাম- যিনি জানতেন, সঠিক ভাবে জানতেন আমারা কিভাবে স্বাধীন হলাম। আসুন, আর যারা বেঁচে আছেন তাঁদের সাহায্য নিয়ে, তাঁদের জীবদ্দশায় স্বাধীনতা সংক্রান্ত বিতর্ক শেষ করি। তা না হলে আমরা ক্ষমা পাব না- মহাকালের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে, এমনকি নিজের কাছেও।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।