সাধারণত পুরুষেরচে' মহিলারাই তুলনামূলক বেশি ভীতু প্রকৃতির হয়ে থাকে। অথচ বাংলা ব্যাকরণে কা-পুরুষ শব্দটি থাকলেও কাপুরুষের সম-মানের কোনো স্ত্রী-বাচক শব্দ নেই।
আশ্চর্য !
বাংলা ব্যাকরণের এই ভয়াবহ কমজুরীকে পুষিয়ে দিতে আমার উপস্থাপনা-কা-মহিলা শব্দটি।কা-মহিলা হচ্ছে কাপুরুষের সমান গুণে (!) গুণান্বিত স্ত্রী-বাচক শব্দ ।
ভাষাবিদরা শব্দটিকে গ্রহণ করলেন কি করলেন না-সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই ।
কারণ,
প্রথমতঃ এই লেখাটি রম্য।সুতরাং হালকা যে কোনো শব্দ চালিয়ে দেয়া যায়।
দ্বিতীয়তঃ এবং আসলতঃ ভাল হোক বা মন্দ, শুদ্ধ হোক বা অশুদ্ধ, একটি নতুন শব্দ তো আমি তৈরি করে ফেলেছি-এটাও কি খুব কম???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।