আমাদের কথা খুঁজে নিন

   

.......রুখে দাঁড়াও নিজে.......

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)
চাদের হাসি মেঘে ঢাকা চোখের কোনে জলের ফোটা ... কি হয়েছে বলোনা মেয়ে খারাপ কেন মন .... তুমি কেমন বদলে গেছো ... চেনা যায় না ভালো ... স্বভাবটা ও পাল্টে গেছে ... মুখটা রাখো কালো ... কদিন আগেও ছিলে তুমি চঞ্চলা এক মেয়ে ... এখন কেন বসে থাকো মাটির পানে চেয়ে ... জানি তোমার বাড়ছে বয়স মন বসে না কাজে... এমন সময় অনেক কিছুই ঘটবে তোমার মাঝে... ছেলেরা সব লাইন দেবে ঘেঁষতে চাইবে কাছে... তাই বলে কি থাকবে বসে ঘরের কোনায় লাজে ... মেয়ে তুমি পণ্য তো নও ভাবতে হবে আগে ... সব সমস্যা জয় করতে মনের সাহস লাগে ... মনের জোরে এগিয়ে চল রুখে দাঁড়াও নিজে ... বখাটেরা সব সালাম দেবে তাদের ভুলটি বুঝে... ( উৎসর্গঃ- কৈশর উর্ত্তীর্ণ মেয়েদের উদ্দেশ্যে ...)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।