আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া- পরীর দেশ

আমি আমার আকাশে উড়ি সারাবেলা

পঞখীরাজ এক ঘোড়ায় চড়ে যাচ্ছে খোকা কুমার বেশে পরীর দেশে তেপান্তরে সাদা কালো মেঘের শেষে। রাতদিন সে ছুটছে শুধুই ঘনকালো মেঘ সরিয়ে পরীর দেশে গেল খোকন বহুদুরের পথ মাড়িয়ে। নানা ফুলের মধ্যিখানে করছে পরী উড়োউড়ি কি সুন্দর!তোমার দেশ আহা!......আহা! মরিমরি। টগর ফুলে হাসে দেখ একি!......সোনার পরী লাল টুকটুক জামাগায়ে এযে সোনার পরী। খোকন সোনা হাত বাড়ালে সোনা পরী এল কাছে মন ভরানো মিষ্টি সুরে চোখ জুড়ানো নাচে নাচে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।