নিকোটিন নাকি দেহের ১০০% ক্ষতি করে!! এই যে ধরুন লাঞ্চ, লিভার, কিডনি, দাত, মূখ প্রায় সব অঙ্গরই নাকি বিস্তর ক্ষতি হয় ডাক্তার সাহেবেরা গবেষনা করে বের করেছেন। তবে আমার ছোট্ট মস্তিস্ক থেকে উৎপন্ন হয়েছে যে নিকোটিনে হয়ত ১% উপকার আছে! ব্যাপারটি আবিস্কার করলাম গার্ল ফ্রেন্ডের ছ্যাকামাইছিন খেয়ে। কিচ্ছু ভালো লাগতো না, ঘুম আসতো না, খেতে ভালো লাগতো না, অফিসের কাজ ঠিকমত করতে পারতাম না বসকে জিজ্ঞাসা করতাম স্যার কি কাজ যেন আমার করার কথা ছিল। ভাগ্যিস বস আমার সমস্যা কিছুটা হলেও আচ করতে পেরেছিল তাই রেহাই। এক মাস, তিন মাস করে ছয় মাস পেরিয়ে গেল ঠিক হলো না শক লাগা লাগা অবস্থা।
সিগেরেটটার প্রতি ছোট বেলাতেই প্রচন্ড জোক ছিলো। একবার খাটের নিচে গিয়ে এক আকিজ বিড়ি পুরাটাই টেনে বেরিয়েছিলাম। ভাবতাম বড় হলে দিনে ১০ প্যাকেট শেষ করব। বাপেও দেখি দুমছে টানে,ঘুম থেকে জেগেও টানে। কিন্তু একি হাল হঠাৎ বাপের গলা দিয়া ফিনকি দিয়া রক্ত বের হলো ডাক্তার বলল নো সিগারেট টানাটানি।
আমারও বাপের হাল দেইখা এই পথে মূখ বারানোর সাহস হয়নি। কিন্তু ছয় মাস আগে প্রচন্ড অফিসের চাপ, গার্ল ফ্রেন্ড হারানোর চাপ, শেয়ার মার্কেটে ব্যবসার চাপ, বাপ মায়ের বিয়ে করানো নিয়ে চাপাচাপি, চাপ পাপ হাপ কাধে ভর করায় ধরালাম এক সিগারেট ব্যস হয়ে গেল, মাথা ব্যাথা ভ্যানিস এই শুরু । ইদানিং আয়না দেখা তেমন একটা হয় না গার্ল ফ্রেন্ড নেই কাকে দেখাব? কাল আয়নার সামনে দিয়ে হেটে যাচ্ছি হঠাৎ নিজেকে দেখে চমকে গেলাম আরে মুখের একটা যায়গা কালো লাগছে কেন? কাছে গিয়ে দেখলাম সিগেরেটের ভেলকি আমার লাল ঠোট দুটি কালো বর্ণ ধারন করেছে। মনে পরে গেল আহারে গার্ল ফ্রেন্ড এর কাছে যখন যেতাম শুধুই ঠোটের প্রশংসা এবং আমার ঠোট দুখানি আর আমার থাকতো না!! হায়রে গবেষনাকৃত ১%!! যাহ ছেরে দিলাম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।