আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ মোবারক! কবে যাব সেই ঈদগাহ!!!!

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....

একমাসের পবিত্র সিয়াম সাধনার পর বিশ্বজুড়ে মুসলিমের জীবনে এল পবিত্র ঈদ আল ফিতর। সবাইকে ঈদের শুভেচছা। ঈদ মোবারক। কিন্তু সবটা সময় যা মনটাকে খুড়ে খুড়ে কায়-তা আজও দূর হল না! জাতীয় কবি যেই স্বপ্ন দেখে গেলেন শত বছর পূর্বে আমরা আজও তার কোন ভগ্নাংশও পূরণ করতে পারিনি। অথচ দিনের মতো দিন চলে যাচ্ছে! দে আপনাকে আজ বিলিয়ে শোন আসমানি তাগিদ!!! কয়জনা শুনেছি সেই তাগিদ? কয়জনা বিলিয়ে দিতে পেরেছি? দে যাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙ্গাইতে নিদ!! যাকাত কি দিচ্ছি? মুর্দা মুসলিমের নিদ কি ভাঙ্গাতে পারছি? সেই সে ঈদগাহে কবে জামাত পড়তে পারব যেখানে শহীদ, গাজীদের হবে সমাবেশ! সেইদিন ঈদের প্রকৃত আনন্দ ছড়িয়ে পড়বে সকলের মাঝে। দারিদ্র হবে নির্মূল দাতা থাকবে গ্রহীতা থাকবে না সবাই মিলবে সবার সনে আত্ম মর্যাদা আর সম্মানের সাথে। সেই ঈদের প্রত্যাশায়- ঈদ মোবারক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।