কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! আজকে প্রথমবারের মতন আমার তোলা একটি ফটো চুরি হলো। আমি খুব অবাক হলাম। যখন জানতে পেলাম, ফেবুতে রবি মোবাইল কোম্পানীতে ফটো কনটেস্ট-এ আমার একটা ফটো প্রথম তিনজনে রয়েছে। অথচ সেই ফটোটা আমি ওদের কাছে কনটেস্টের জন্যে জমাই দেই নি। আমার সেই ফটোটা চুরি করেছিল রকি হোসেন নামক এক ব্যাক্তি এবং সেই কনটেস্টতে জমা দিয়েছিল।
আমি খুব অবাক হলাম তার চৌর্যবৃত্তির দক্ষতা দেখে। আমার একটা ব্যাপার ভালো লাগছিল যে, আমি এক সময় ভেবেছিলাম কবে যে এমন একটা পর্যায়ে এসে পৌছাবো যে সময়ে আমার ফটো চুরির একটা সম্ভাবনা থাকবে। ছবি চুরি হয় যখন ছবির গুনাগুন বৃদ্ধি পায়, আবেদন বৃদ্ধি পায়। আমি ফটো চুরি ঘটনা প্রথমে টের পাই নি। আমার ফটো বন্ধু রোহান ও মেঘা এই চুরি ঘটনাটি ধরে ফেলে আমাকে জানিয়ে দেয় আমাকে রোহান জানিয়ে দেয় কিভাবে রবির কাছে অভিযোগ করবো।
আমি একটা অভিযোগ পত্র লিখে পাঠিয়ে দেই। রবি কর্তৃপক্ষ তাৎক্ষনিক ভূমিকা পালন করে। যা আমাকে মুগ্ধ করে। আমাকে খুব সম্মান জানিয়ে দুঃখ প্রকাশ করে রবি কর্তৃপক্ষ সেই ফটোটি তাদের কনটেস্ট থেকে মুছে ফেলে এবং আমাকে তাদের এই ব্যাপারে তাদের সহযোগিতা করার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমার এই ছবিটা উদ্ধার করে যেন মনে হলো জীবন ফিরে পেলাম।
এই ছবিটি লিংক এখানে পাবেন Click This Link
আমি রবি কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যে খুবই কৃতজ্ঞতাবোধ করেছি।
২০ই ফ্রেবুয়ারী ,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৫৪/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।