সত্যকে বলতে শিখুন.......
যুবলীগ নেতা ইব্রাহিম হত্যা মামলায় আওয়ামী লীগের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। তার আগে এই হত্যা মামলায় গ্রেফতার হওয়া এমপির গাড়িচালক কামাল হোসেন কালা, মাজহারুল ইসলাম মিঠু, শিমুল, দেলোয়ার হোসেন ও সোহেলকে পুনরায়
রিমান্ডে আনা হবে। রিমান্ড চলাকালীন এদের মুখোমুখি করা হবে এমপি শাওনকে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি খোন্দকার আব্দুল হালিম বুধবার সন্ধ্যায় শীর্ষ নিউজ ডটকমকে জানান, আদালতে এমপি শাওনের গাড়িচালক কালার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে প্রশ্ন রয়েছে। রয়েছে বিভ্রান্তি।
এই বিভ্রান্তি দূর করতে হলে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তদন্ত কর্মকর্তা আরো বলেছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া আসামিকে পুনরায় রিমান্ডে নিয়ে আসার ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও প্রদত্ত জবানবন্দি বিভ্রান্তিমূলক এ বিষয়টি আদালতকে অবহিত করেই পুনঃরিমান্ডের আবেদন জানাবেন তারা। তাছাড়া কালার পরিবারের অভিযোগও আমলে নিয়ে তদন্তের নিরপেক্ষতা প্রমাণ করা প্রয়োজন। এক প্রশ্নের জবাবে এএসপি হালিম বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যতবার প্রয়োজন ততবারই এমপি শাওনকে জিজ্ঞাসা করা হবে।
যে কারণে গ্রেফতার করা হয় সোহেল ও মিঠুসহ ৬ জনকে।
সিআইডি তাদের আবারো রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে। একই সময় এমপি শাওনকেও ডেকে নিয়ে কালা, সোহেল, দেলোয়ার, শিমুল ও মিঠুদের মুখোমুখি করবে।
সিআইডির পদস্থ একজন কর্মকর্তা জানান, স্পর্শকাতর এই মামলায় সাক্ষী ও গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের আলোকেই এমপি শাওনকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই কর্মকর্তা আরো বলেছেন, আগামী ২/৩ দিনের মধ্যে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানাবে সিআইডি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।