আমাদের কথা খুঁজে নিন

   

WWE রেসলার। (পর্ব-২) - দ্যা রক।

A Hero will Rise Up Just In Time
১৯৯৬ সাল। সারভাইভার সিরিজের এক প্রচন্ড গরম সন্ধা। গ্যালারীতে এক ফোটাও জায়গা নেই। দর্শকদের মধ্যে চরম উত্তেজনা। প্রচন্ড গরম, কিন্তু সেদিকে খেয়াল নেই দর্শকদের।

কারন আজ রেসলিং হবে তাদের সবার প্রিয় ট্রিপল এইচ এবং অপছন্দের রকের মধ্যে। স্টেজে ঢুকলেন ট্রিপল এইচ এবং রক। দর্শকরা তুমুল হর্ষধ্বনীর সাথে স্বাগত জানাল ট্রিপল এইচকে। চারদিকে "ট্রিপল এইচ", "ট্রিপল এইচ" রব। অন্যদিকে রকের বিপক্ষে শ্লোগান "রকি সাক", "রকি সাক", “ডাই রকি ডাই।

” তুমুল খেলা হলো। ট্রিপল এইচ চায়না এবং দলের অন্যান্নদের সহায়তায় পরাজিত করল রককে। একমূহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল গ্যালারী। তারপর যেন উত্তাল হয়ে উঠল পুরো গ্যালারী। মূহূর্তে দল বদল করে ফেলল দর্শকরা।

"রকি রকি" করে গ্যালারী কাঁপিয়ে তুলল দর্শকরা। সেই শুরু। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি রককে। রকের প্রকৃত নাম ডিউয়েন জনসন। জন্মস্থান: ক্যালিফোর্নিয়া।

জন্ম: ২মে, ১৯৭২। উচ্চতা এবং ওজন: ৬' ৫", ২৭২ পাউন্ড। নিক নেমস: "The People's Champion "The Brahma Bull "The Corporate Champion” "The Great One” "The Most Electrifying Man in All of Entertainment" "The Most Electrifying Man in Sports Entertainment" "Rocky" Entrance themes: "Nation Of Domination" by Jim Johnston (1997 – 1998) "Do You Smell It" by Jim Johnston (1998 – 1999) "Know Your Role" by Jim Johnston (September 26, 1999 – April 2, 2001; 2004; 2007; 2008) "Know Your Role" by Method Man (2000) "If You Smell..." by Jim Johnston (July 30, 2001 – February 20, 2003) "Is Cookin'" by Jim Johnston (February 23, 2003 – June 2, 2003; December 8, 2003; March 1, 2004) "Electrifying" by Jim Johnston (February 14, 2011 – present)[178][179] সাফল্য: WCW/World Championship (2 times) ২ বার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ান। ২ বার ইউ এস চ্যাম্পিয়ান। ৫ বার ট্যাগটীম চ্যাম্পিয়ান ৮ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান।

রয়েল রাম্বল জয়: ২০০০। স্লামি এওয়ার্ড: ১৯৯৭, ২০১১ (জন সিনার সাথে), ২০১১ (রিটার্ন অফ দ্য ইয়ার), ২০১২। চ্যাম্পিয়ান বেল্ট যখন নাও থাকে তখনও দর্শকের কাছে রক সবসময় "পিপলস‌‌‍ চ্যাম্পিয়ান" নামে পরিচিত। বর্তমানে রক ফ্লিমগ্রাফীতে সম্পূর্ণ একটিভ।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।