আমাদের কথা খুঁজে নিন

   

তিন গোয়েন্দার যাবতীয় বৈশিষ্ট্য আমার একার মধ্যেই থাকা সত্ত্বেও কোনদিন গোয়েন্দগিরি করতে পারলাম না।

বুদ্ধিমানগণ নিজ দায়িত্বে প্রবেশ করুন....

শৈশবে তিন গোয়েন্দা পড়েননি এমন শিক্ষিত লোকের সংখ্যাই আমাদের দেশে বেশী। তবে পড়ুয়া লোকের সংখ্যাও কম নয়। শার্লক হোমস, এরকুল পোয়ারো অথবা বাংলার ফেলুদা সবার সাথে তিন গোয়েন্দার পার্থক্য হচ্ছে অন্যরা একক গোয়েন্দা হলেও তিন গোয়েন্দা তিনজনের একটি দল। তাই অন্যান্যদের কোন বিষয়ে ঘাটতি থাকলেও সম্মিলিত ভাবে তিন গোয়েন্দা'র কোন ঘাটতি বা সীমাবদ্ধতা নেই বললেই চলে। কিন্তু যখন তারা কাজের স্বার্থে আলাদা হয়ে যায় তখন তাদের শক্তিও ভাগ হয়ে যায়।

অর্থ্যাৎ সম্মিলিত ভাবে তারা অন্য সবার চেয়ে এগিয়ে থাকলেও একক ভাবে তারা অনেকটাই দুর্বল। একবার ভাবুন যদি কেউ যদি একক ভাবে সবগুলো বৈশিষ্ট্য ধারন করত তাহলে নি:সন্দেহে সেই হতো সর্বকালের সর্বশ্রষ্ঠ গোয়েন্দা। ভাবছেন তা কী সম্ভব। হা সম্ভব। অবিশ্বাষ্য হলেও সত্য তিন গোয়েন্দার যাবতীয় বৈশিষ্ট্য বা গুনাবলী তার সবই একজনের মধ্যে বিদ্যমান আর সেই ব্যাক্তিটি আমি!!! বিশ্বাস না হলে নিচের অংশ ভালোমত পড়ুন: প্রথমেই আসা যাক কিশোরের কথায়।

কিশোরের যাবতীয় গুনাবলী তার সবই আমি পেয়েছি। যেমন, কিশোরের মতই আমি কঠোর পরিশ্রমী। দৌড়, সাতরানো, পর্বত আরোহন, যে কোন বাহন চালনায় কিশোরের মতোই পারদর্শী আমি। মার্শাল আর্ট ও যে কোন খেলাধূলা বা শারিরীক কসরতেও কিশোরের মতো দক্ষতা আমার। এরপর আছে রবিন।

রবিনের সম্পর্কেও সেই একই ব্যাপার। রবিনের মতো সু-স্বাস্থ্য ও শক্তিমত্তার অধিকারী আমি। যে কোন যন্ত্রাংশ মেরামতে রবিনের সমতুল্য। সবশেষে মুসা। মুসার যে মূল বৈশিষ্ট্য তা হচ্ছে তার প্রখর বুদ্ধিমত্তা, স্বরনশক্তি, তীক্ষ্ণদৃষ্টি।

এ সব বিষয়ে আমি আর মুসা বলা যায় সমমানের। এছাড়াও ইলেকট্রনিক্স, কম্পিউটার ইত্যাদি বিষয়ে মুসার মতো পারঙ্গম। মুসার মতোই বইপ্রেমী আমি। এছাড়াও নথি পত্র লিখায়, যে কোন তথ্য খুজে বের করা, ইত্যাদি বিষয়ে মুসার সমকক্ষ। ভৌতিক ব্যপারে তো মুসার চেয়েও দু:সাহসী।

এছাড়াও আরো যে সব বিষয় তিন গোয়েন্দার সাথে মিল আছে আমার : রবিনের মতো প্রখর দৃষ্টিশক্তি ও শ্রবনশক্তি। মুসার মতো জ্ঞানী। গানের গলাও কিশোরের মতো । (মাশাল্লাহ) সুতরাং, সকলেই বুঝতে পারছেন গোয়েন্দা হওয়ার যোগ্যতা আমার কতখানি। অথচ তার পরও এই বান্দা কখনো গোয়েন্দাগিরির সুযোগ পায়নি।

এত বড় মেধার এতটা অপচয় কোনমতেই গ্রহনযোগ্য নয়। তাই রহস্যের আশায় আপনাদের কাছে ধরনা দিলাম। আপনাদের যার যার যত সমস্যা আছে তা উল্লেখ করুন। এক নিমিষে সমাধান পেয়ে যাবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।