জানিনা পৌছাতে পারব কিনা! হয়ত না, কিংবা হ্যা......
আমি আজ অনেক খুশি, মনে হচ্ছে বিশাল বড় সওয়াবের কাজ করলাম। নিজেকে অনেক ফ্রি ফ্রি লাগছে, মনে ফুর ফুরে অনুভুতি, এ যেন এক অন্যরকম ভাল লাগা মনে হচ্ছে যেন খাচার পাখি কে খোলা আকাশে উন্মুক্ত করে দিলাম!
এসবের পিছনে কারণ আর তেমন কিছুনা (আবার অনেক কিছু) অবশেষে গ্রামীনফোন এর সাথে ইন্টারনেট এর ৩ বছরের লম্বা সম্পর্কের ইতি টানলাম। ইচ্ছা হয়, পুরা সম্পর্কই খতম করে দি, কিন্তু পুরান নাম্বার বদল ও করতে ইচ্ছা হয়না, কিন্তু, যখন একটা দিক থেকে নিজেকে ওদের থেকে সরে নিয়ে আসতে পারছি, ইনশাআল্লাহ, পরেও পারব
আসুন, আমরা গ্রামীনফোন সম্পর্কে জানি। তারপর তাদের কোমড়ে সজোড়ে লাত্থি মেরে তাদের কে নিজেদের জীবন থেকে বিদায় করে দি :@
গ্রামীনফোন এর প্রতি ক্ষোভ আরো বেড়ে যায়, এরকম কিছু Wikileaks টাইপের খবর আমার কাছে আছে, যদি আপনাদের সাড়া পাই, তাহলে পোস্ট করব। আর আমার ওদেরকে ছাড়ার কাহিনী তো অবশ্যই লিখবই, আজ সময় কম বিধায় লিখতে পারলাম না, ধন্যবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।