আমাদের কথা খুঁজে নিন

   

তোর দেহে থুথু ছিটাতেও ঘৃণা জন্মায়

শূন্যতা তোর দেহে থুথু ছিটাতেও ঘৃণা জন্মায় _______________________ শুনেছি অন্তর আগুনে পোড়েনা দগ্ধ হয় অন্য কিছুতে অথচ এক মধ্যরাতের আগুনেই আমার অন্তরপাতাগুলো পুড়ে গেলো বৈদ্যতিক শর্টসার্কিট বিড়ির আগুন জলন্ত কয়েল আর গান পাউডারের এক অনন্য মিশ্রনের নিঃশব্দ বিষ্ফোরণে নিভৃতচারী অগ্নিউপাসক, ঘৃণ্য কিট তোর দেহে থুথু ছিটাতেও ঘৃণা জন্মায় নির্বোধ দুর্গন্ধময় রাজনীতির শিকলে আর কতকাল বিবেককে বন্দি রাখা যায় ? __________________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।