অনেক কিছু লিখতে ইচ্ছে করে,কিন্তু ভালো লিখতে পারিনা
customer বেশী হইলে যে মানুষের কত ভাব বাড়তে পারে।DBBL এ গেলে তা বোঝা যায়। আগে গেলে কত ভালো ব্যবহার করত,আর এখন গেলে কথাই কইতে চায়না। আর চার্জ তো মাশাল্লাহ ,যখন account খুলি তখন কইছিলো বছরে শুধু কার্ডের চার্য বাবদ ২০০ না ৩০০ টাকা কাটবে,এখন শুনি বছরে নাকি ৮০০ টাকার বেশী চার্য কাটব। আমি যখন বললাম আমি তো student,তখন ওরা কয় আপনি তো আর চিরকাল student থাকবেনা,তাও এই কথাটা জানতে যে কত বকবক করতে হইছে।আর ওগো ATM বুথ তা তো আর বলার অপেক্ষা রাখেনা,আমাগো এলাকায় চারটা বুথ আছে ,কিন্তু maximum সময় চারটা বুথের একটাও ভালো থাকেনা,বা খুব বেশী হলে একটা ভালো থাকে, service আর ব্যবহার খারাপ হবার সাথে যে charge ও বাড়তে থাকে তা আগে জানতাম না।এখন মনে হয় সরকারী ব্যাঙ্কই অনেক ভালো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।