আমাদের কথা খুঁজে নিন

   

কেন আজও আমরা গরীব আছি আর থাকব ?

সবার উপরে মানুষ সত্য!

বর্তমান বিশ্বের দুই পরম শক্তিশালী দেশের উদাহরণ দিয়েই লেখা শুরু করি। চীন আর ভারত। ১) ১৯৭৮ সাল পর্যন্ত চীনে কোন বিদেশী ঢুকতে পারতো না আর চীন থেকেও কেউ বাইরে যেতে পারতো না (খুবই বিশেষ কোন কারণ ছাড়া)। চীনের তৎকালীন মহানেতা 'মাও সে তুং' চেয়েছিলেন দেশকে দেশীয়ভাবে বিশ্বের বুকে তুলে ধরতে। আমার একজন চীনা বন্ধুর কাছ থেকে এই কথা প্রথম শুনে খুবই অবাক হয়েছিলাম।

অবশ্য উনার (মাও সে তুং) মৃত্যুর ২ বছর পর এই নিয়মের পরিবর্তন হয়। এখন চীন সমগ্র বিশ্বে বিচরণ করছে। এমন কোন কিছুই খুঁজে পাওয়া মুশকিল যাতে লেখা আছে "Made in China"। ২) ভারতের 'মহাত্মা গান্ধী'র "স্বদেশী আন্দোলন" এর কথা আমাদের সবারই জানা। যাহার ফলশ্রুতিতে ভারতের রাস্তায় আজও ঢাকার চেয়ে সস্তা দরের গাড়ি চলতে দেখা যায়।

_____________________________________________ এইবার আমি আমাদের নিত্য ব্যবহার্য এবং কিছু অতি প্রয়োজনীয় বস্তুর তালিকা তুলে ধরব। আমার মনে হয়, এই তালিকার প্রত্যেকটি জিনিসই আপনারা কেউ না কেউ বিভিন্ন সময়ে এক/একাধিক বার ব্যবহার করেছেন অথবা এখন নিয়মিত ব্যবহার করছেন। আমরা অনেকেই হয়ত জানিনা এই জিনিসগুলো কোন দেশের তৈরী অথবা এইগুলা বিক্রি করে আসলে কে বা কারা লাভবান হচ্ছেন। তালিকাটা আরোও অনেক বড় ছিল কিন্তু সবার স্বার্থে ছোট করলাম। আর কিছু ক্ষেত্রে (জিনিসের নাম বুঝানোর জন্য) ইংলিশ ভাষা ব্যবহার করলাম।

এর জন্য দুঃখিত। তালিকা: দাঁতের মাজন = Close Up ( ইংল্যান্ড ও নেদারল্যান্ডস) + Pepsodent (আমেরিকা) + Sensodyne (ইংল্যান্ড) দাঁড়ি কামানো = Gillette, Old Spice (আমেরিকা) শ্যাম্পু = Head & Shoulders, Wella (আমেরিকা) + Pantene (সুইজারল্যান্ড) সাবান ও লোশন = Johnson & Johnson (আমেরিকা) + Lux (ইংল্যান্ড ও নেদারল্যান্ডস) মুখের প্রসাধনী = Nivea (জার্মানি) + Oil of Olay (আমেরিকা) শরীরের স্প্রে = Axe (ফ্রান্স) জুতা = Bata (সুইজারল্যান্ড) + Nike (আমেরিকা) + Reebok (জার্মানি) + Adidas (জার্মানি) প্যান্ট = Diesel (ইতালি) + Levi's, Denim (আমেরিকা) ঘড়ি = Casio, Citizen (জাপান) + Titan (ভারত) সূর্য-চশমা = Ray-ban (আমেরিকা) + Gucci (ইতালি) ল্যাপটপ = HP, Apple (আমেরিকা) + Sony (জাপান) + ASUS (তাইওয়ান) মোবাইল ফোন = Nokia (ফিনল্যান্ড) + Motorola, iPhone (আমেরিকা) + Siemens, T-Mobile (জার্মানি) গাড়ি = Toyota, Honda (জাপান) + BMW, Mercedes-Benz (জার্মানি) বাস আর ট্রাক = Volvo (সুইডেন) + Tata (ভারত) + Hino (জাপান) কোমল পানীয় = Coca-Cola, Pepsi, Sprite, Fanta (আমেরিকা) আধুনিক খাবার = Pizza Hut, KFC, McDonald's, Burger King (আমেরিকা) শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র = Samsung, LG (দক্ষিন কোরিয়া) + Carrier (আমেরিকা) হিমায়ন যন্ত্র = Whirlpool (আমেরিকা) + Mitsubishi (জাপান) দূরদর্শন যন্ত্র = Panasonic, Sony (জাপান) + Walmart (আমেরিকা) চলচ্চিত্র = Hollywood (আমেরিকা) + Bollywood (ভারত) + Jackie Chan, Jet Li (চীন) + Van Damme (বেলজিয়াম) টিভি চ্যানেল = BBC, Animal Planet, Sky Sports (ইংল্যান্ড) + CNN, MTV, Discovery, History, Cartoon Network, ESPN, HBO (আমেরিকা) + National Geographic (আমেরিকা ও ইংল্যান্ড) + Zee TV, Star Plus, Sony, DD National (ভারত) ক্যামেরা = Nikon, Canon, Sony (জাপান) সেবা = Windows, google, facebook, YouTube, cricinfo, Yahoo, Hotmail, Twitter (আমেরিকা) চাকরির বাজার: UNDP, Microsoft, Chevron, ESRI, NASA, (আমেরিকা) + Save the Children, Oxfam, British American Tobacco (ইংল্যান্ড) + Telenor (= GP = নরওয়ে) দেশের প্রায় সকল ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞজন আর শিক্ষকেরা বিদেশের ডিগ্রীধারী = Harvard, MIT (আমেরিকা) + Oxford (ইংল্যান্ড) + University of Toronto (কানাডা) + University of Tokyo (জাপান) যমুনা সেতু তৈরী করেছেন = Hyundai Engineering and Construction (দক্ষিন কোরিয়া) বিদেশী প্রযুক্তির উপর সম্পূর্ণ নির্ভরশীল: গ্যাস উত্তোলন, বিদ্যুৎ উৎপাদন, ট্রেন ও নৌ ব্যবস্থা, সামরিক অস্ত্র, যুদ্ধ জাহাজ, উড়োজাহাজ, ডুবো জাহাজ, ট্যাঙ্ক, পেট্রোল-তেল ইত্যাদি। আগে জানতাম ভাতে-মাছে বাঙালি, আজকাল শুনতে পাই চালটাও নাকি পাশের দেশ থেকে আমদানি করা হচ্ছে। আর কি কি যে আমরা আমদানি করি, বাকি হিসাবটা দয়া করে আপনারাই করুন। আমার মতে, আমাদের শতকরা ৮০ ভাগ কর্মকান্ড/ জীবন ব্যবস্থার সাথে বিদেশী প্রযুক্তি/ সাহায্য/ জিনিস মিশে আছে।

একটু ভাল ভাবে বিশ্লেষণ করলেই বোঝা সম্ভব,আমরা যেন অনেকটা 'স্বদেশী আন্দোলন' এর পরিবর্তে 'বিদেশী আন্দোলন'এ মত্ত। _____________________________________________ এইবার জানা যাক বাংলাদেশ সম্পর্কে:--বাংলাদেশ বর্তমান বিশ্বের ৬৮ তম সর্বাধিক আমদানিকারক দেশ। প্রধান রপ্তানি দ্রব্য: পোশাক, হিমায়িত মাছ আর পাট। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস: পোশাক শিল্প আর বিদেশ থেকে শ্রমিকের প্রেরিত অর্থ। বলে রাখা ভালো যে, এই পোশাক শিল্পের পোশাকের নকশা (আর কাপড় তৈরী) কিন্তু বাইরের দেশেরই করা থাকে।

আমরা শুধু সেলাই, ধৌত আর কাটাকাটি করি। এক্ষেত্রে দশ হাজার বস্তা পোশাক রপ্তানি করে আমরা যে পরিমাণ আয় করি....১০০ টি ক্যামেরা আমদানি করে আমরা তার দ্বিগুন পরিমাণ ভর্তুকি দিয়ে থাকি। আমাদের অনেকেই শারীরিক/মানসিক শ্রম দিয়ে বিদেশ থেকে অর্থ প্রেরণ করছেন, কিন্তু আসলে উপকারটা কার হচ্ছে ? আমাদের দেশের শীর্ষ কিছু কম্পিউটার প্রোগ্রামার মাইক্রোসফট, নাসা আর গুগলে চাকরি করছেন, আর সেই টাকা দেশে পাঠাচ্ছেন। আর মাইক্রোসফট তার অপারেটিং সিস্টেম এই বাংলাদেশেই বিক্রি করে সেই পাঠানো অর্থের শতগুন টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। হয়তবা ঐ ভদ্রলোকদের মাসিক বেতন মাইক্রোসফটের এই লাভেরই একটা অংশ।

এইরকম হাজারো উদাহরণ আছে। আজ সকল ক্ষেত্রে এইভাবেই আমরা পিছিয়ে যাচ্ছি। _____________________________________________ উন্নত বিশ্বের একটা বিশ্ববিদ্যালয়ে বসে আছি.....সামনে 'উইনডোস ভিস্তা' আর 'ইন্টেল' প্রসেসরে সুসজ্জিত 'এইচপি' ল্যাপটপে এই নোটটা যখন লিখছি, তখন হাতের পাশে রাখা একটা 'ফান্টা'র কৌটায় বার বার চুমুক দিচ্ছিলাম....লেখা শেষে তাই শুধু এই কৌটাটাই দুমড়ে-মুচড়ে ফেলে দিলাম, আর কিছুই ফেলে দিতে পারলাম না......এই ফান্টার কৌটার মত আজ আমরাও যেন দুমড়ে-মুচড়ে ভেঙ্গে গেছি। বিখ্যাত গায়ক 'জন লেনন' গেয়েছিলেন: "You may say that I'm a dreamer, But I'm not the only one." এর মানে হল, মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে। আজ তাইতো এই ভগ্ন হৃদয়ে আমিও স্বপ্ন দেখি........."একদিন দেশের মাটিতে বসে, দেশীয় প্রযুক্তিতে নোট লিখব আর পাশে থাকবে দেশীয় পানীয়"।

_____________________________________________ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'পথের দিশা' কবিতাটি দিয়ে আজকের মত শেষ করতে চাই: "শ্মাশন-শবের ছাইয়ের গাদায় আজকে রে তাই বেড়াই খুঁজে, ভাঙন-দেব আজ ভাঙের নেশায় কোথায় আছে চক্ষু বুঁজে! রে অগ্রদূত, তরুণ মনের গহন বনের রে সন্ধানী, আনিস্‌ খবর, কোথায় আমার যুগান্তরের খড়্‌পপাণি!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।