আমাদের কথা খুঁজে নিন

   

এই পোস্টে কোনো প্রশ্নবোধক নাই (!) -হাসান ইকবাল

------

এই পোস্টে কোনো প্রশ্নবোধক নাই. -হাসান ইকবাল আজ নিচের এই লিঙ্কে একটা জব পোস্টিং দেখে আনমনে নিজেকেই প্রশ্ন করেছিলাম- "বাংলাদেশের অন্যান্য university গুলো থেকে কি তাহলে গরু, গাধা, ছাগল ও ভেড়া produce হয়????????? জব পোস্টিং টাতে সেখানে শুধু NSU, IUB, EWU-র graduate-দের প্রাধান্য দেয়া হয়েছে। NSU, IUB, EWU-র মান ভালো কিন্তু অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মান কি একবারেই রসাতলে গেছে ????? আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি...এই লিঙ্কের জব পোস্টিংটা ামােদর আবুল মনে করছে। BCS-এ NSU, IUB, EWU-র graduate-দের কয়টা chance পায়????? Click This Link সো, ....ডিসাইড করো...higher study-র জন্য কোথায় যাবে ???? পাবলিক ????? নাকি-- প্রাইভেট ???????????????????????????????????????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।