আমাদের কথা খুঁজে নিন

   

চোর করেছে চুরি



চোর করেছে চুরি, আমার তাতে কি আমিতো ভাই আমজনতা,রহিমুদ্দির ঝি। বাপে আমার দিন মুজুর, মায়ে কামের বুয়া। আমি হলাম পথকলি লাথি গুতা খাওয়া দু'বেলা ভাত পাইনা খেতে ক্ষুধাতে দম যায়। আর আমাগো নেতা গুলা আহারে: কত আজাইরা গান গায় ডিজিটালের ছোঁয়ায় নাকি দেশটা পুরা টাল। আহারে এইটা যদি হইত আমার, সাদা ভাতের চাল।

আবার শুনি নেতার খুনের বদলা নিছে দেশ! তবু কেন হয়না আমার ক্ষুধার জ্বালার শেষ? শুনছি যূধ্বাপরাধ না কি জানি কয় তার ও হবে বিচার! যেমনে হোক আমি শুধু চাই অধিকার বাচাঁর। বিরোধী দলের নেতার জন্য হরটাল সারা দেশে দেশ বাঁচানোর শ্লোগান দিয়ে দাঁত কেলিয়ে হাসে স্বাধিনাতার ঘোষক নিয়েও কতনা সংশয় আমার মায়ের ছেরা কাপড় ক'জন লোকে কয়। শেখ মুজিব আর মেজর জিয়া কবেই গেছে মরে! তবে কেন ধুকছে এ দেশ মুজিব, জিয়ার জ্বরে? আসলে, মুজিব জিয়ার নাম ভাঙ্গিয়ে, ভন্ডামি আর আতলামি। আর ক্ষূধায় কাতর মানুষ গুলার অর্থ লোভে পাগলামী। যা খুশি ভাই তাই কর আমার তাতে কি আমি শুধু বাচঁতে চাই মরেও বেচেঁ আছি।

বাবার একটা নতুন শার্ট, আর মায়ের নতুন শাড়ী বড় একটা ইলিশ মাছ, আর ভাতে ভরা হাড়ি। এইতো আমার চাওয়া। দারিদ্রতার কষাঘাতে আমরা মানুষ নামের পতঙ্গ আমার কাছে অবান্তর এই মুজিব, জিয়ার প্রসঙ্গ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।