আমাদের কথা খুঁজে নিন

   

ড. ইউনুস কেলেংকারী সম্পর্কীত বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্তীরর মন্তব্য হবুহ এক !!!

একখানা মতামত দিয়েন কিন্তু!!!!!!
ড. ইউনুসের টাকা আত্মসাতের কেলেংকারী আন্তর্জাতিক পর্যায় ছাড়িয়ে এখন সাধারান মানুসেরও মুখে মুখে। সেটা আমার বিষয় নয়। আমার আশ্চর্য হওয়ার বিষয় হলো গত ৬ ডিসেম্বর এর ডেইলিস্টার এর রিপোর্ট অনুসারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বক্তব্য হবুহু এক। ভাষাগত এবং তথ্যগত কোন বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায় না। এখন আমার প্রশ্ন হচেছ, কীভাবে এটা সম্ভব হলো? কার বক্তব্য কে অনুসরণ করল? নাকি একই বক্তব্য দু'জনের মুখথেকে কাকতালীয়ভাবে প্রকাশ পেল? নাকি অন্য কিছু? মনমোহন সিংহের বক্তব্য গতকালে ইন্ডিয়ার প্রায় সব পত্রিকাতে প্রকাশ হয়েছে।

এই প্রথম আন্তর্জাতিকভাবে কোন নেতা এ সম্পর্কে মুখ খুললেন। আশ্চার্য, বাংলাদেশের আর ভারতের প্রধানমন্ত্রী চিন্তা চেতনা একই। আমরা আর পিছিয়ে থাকব না। সেদিন বন্ধুদের সাথে আলোচনার এক পর্যায়ে বলেছিলাম, আমেরিকার পরে পরবর্তী বিশ্বকর্তা চীন, তারপর ভারত, তারপর বাংলাদেশ (হা হা হা)। এরপর নিজেই আর হাসি ধরে রাখতে পারিনি।

আমার চাইনিজ বন্ধুটিও আমার সাথে এক গাল হেসেছিল। সে হেসেছিল বাংলাদেশের কথা শুনে। কিন্তু সে হাসি ছিল একেবারেই নিরর্থক। এবার দেখা হলে তাকে বলব যদি ভারত একদিন বিশ্বকর্তার আসন দখল করতে পারে তাহলে বাংলাদেশ তার পরবর্তী অনুসারী। এই দেখ তার প্রমান।

তাদের প্রধানমন্ত্রী আর আমাদের প্রধান মন্ত্রীর চিন্তা-চেতনা, মন্তব্য এমনকি ভাষাও প্রায় এক। সে শুধু ইংরেজীতে অনুবাদ করার জন্যে। নয়ত হুবুহু হতো !!!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।