আপনারা যারা ফেসবুক ব্যাবহার করেন (করেন না এমন কেউ থাকলে আওয়াজ দিয়েন) তারা নিশ্চয়ই এমন একটা লেখা পাচ্ছেন আপনার ওয়ালে:
Hi Friend Check Who Visited and Viewed Your Profile Here..Amazing app By Fb .. http://********.blogspot.com/
এবং বন্ধু বান্ধব তো বটেই, লেখাটা এমন কারো কারো থেকে পাচ্ছেন যিনি সাধারণত আপানার ওয়ালের ত্রিসিমানা কবে মাড়িয়েছেন সেটা আপনার মনে আসছে না।
সন্দেহের কারণটা হল একেকজনের থেকে একেকটা সাইটের নাম আসছে আর সবই ফেসবুকের বাইরের (blogspot.com)।
এই অ্যাপ্লিকেশনটা মনে হয় আপাতত: অ্যাড না করাই ভাল হবে। এটা কাজ করে কি করে না সেটা আমার পরীক্ষা করার সময় হয় নি। হয়ত করেও, কিন্তু এটা আপনার ডাটা এক্সেস করে আপনার সব বন্ধুর দেয়ালে লিখছে এটা খুব একটা ভাল জিনিস না।
সবচেয়ে বড় কথা এর অ্যাড্রেস ফিক্সড না। blogspot এর একেকটা সাইটের নাম বলছে একেক সময়। এটা অবশয়ই ভাল লক্ষণ নয়। এর হয়ত অন্য কারো ট্রাফিক বাড়ানোর ধান্দায় আছে।
ফেসবুকে সবসময় সাবধানে অ্যাপ্লিকেশন অ্যাড করবেন।
সবাই ভাল থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।