আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো আর উৎপল শুভ্রর হীনমন্যতা: সাকিবে অনীহা কেন??

ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড

আজ অন্য একটা খবর পড়তে গিয়ে খেলার পাতাটায়ও ঢু মারলাম। বাংলাদেশের জয় নিয়ে মূল রিপোর্ট লিখেছেন উৎপল শুভ্র। তার লেখার ধরন নিয়ে আপত্তি নেই। আপত্তি অন্য জায়গায়। গতকালের ম্যাচটা জয়ের পেছনে অধিনায়ক এবং খেলোয়ার হিসেবে সাকিব আল হাসান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ক্রিকেট অধিনায়ক- এর কেৌশল ও ব্যক্তিগত নৈপূন্যের ওপর অনেকখানি নির্ভর করে। সে দুটো জায়গাতেই সাকিব ছিলেন সফল। কিন্তু উৎপল শুভ্র তার মা-মু (মাশরাফি -মুশফিক) নিয়ে নিয়ে বিস্তর প্যাচাল পারলেও এই অধিনায়ককে নিয়ে একেবারে শেষে দয়া করে বোধহয় দু'লাইন লিখেছেন। হতাশ লাগলো। এই কাণ্ড দেখে।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।