আমাদের কথা খুঁজে নিন

   

'দুনিয়া'-কিং সাইজের দোজখ খানা

আমি বিধাতার রঙ্গে আঁকা এক অস্পষ্ট ছবি।

দুনিয়াটা সত্যি সত্যি যে একটা কিং সাইজের দোজখ খানা তা জনসংখ্যা থেকে প্রমাণিত হয়। দোজখ তো পাপীদের আখড়া। প্রকৃতিও ষড়রিপুর তাড়নায় সৃষ্টিতে পাপীদের ছাড়া আর কোন কিছুর সংখ্যা বাড়ার কথা নয়। আর পাপীদের দোজখ ছাড়া জায়গা নাই।

এই কারণেই জনসংখ্যা বাড়ছে এই দুনিয়ায়। এখনতো দুনিয়াটা মানুষে অর্থাৎ গোনাহ্‌গারে গিজগিজ করছে। লাফিয়ে লাফিয়ে সংখ্যা বাড়ছে। আমাদের নিজেদের দেশের ব্যাপারটাই ধরুন না। পাপাচার, জনসংখ্য আর দ্রব্যমূল্য এই তিনটা শুধুই বাড়তির দিকে।

খাদ্য, কাপড়, মাথা গোজার ঠাঁই এগুলোতো পাল্লা দিয়ে কমছে। আর সেগুলো যদি নাও কমে তাহলেও এই রাবণের গোষ্টীর খাদ্য-বস্ত্র জোটানো কারো পক্ষে সম্ভব নয়। কেঊ কেঊ বলেন মরছেও তো কম নয়। খবরের কাগজগুলো তো বেশ মরার খবর দিচ্ছে। তা তো দেবেই।

খুঁজে খুঁজে ওরা তো কেবল মরার খবরই আনবে। তা না হলে কাগজ বিক্রি হবে কীভাবে? দেশের সংবাদপত্রশিল্পের স্বার্থেও তো দৈনিক একটা করে মোটা সংখ্যার লোক মরতে অন্ততঃ আত্মহত্যা তো করতে পারে। আর মানুষ মরবে না কেন তাও বলুন। মাল বাজারে বেশী থাকলে দাম কমবে-এটা অর্থনীতির মূল সূত্র। দুনিয়ার সকল অর্থনীতিবিদ ঢাকঢোল পিটিয়ে বলে গেছেন।

আমাদের সোনার বাংলার অবশ্য নিয়ম কানুন আলাদা। তুচ্ছ নিয়ম কানুন মেনে চলার মত নগণ্য দেশ নয় এটা। দাম এখানে অর্থনীতির তোয়াক্কা করে না। এদেশে দাম ঠিক হয় ব্যর্থনীতির ফলে। ওটাই আমাদের বৈশিষ্ট্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।