আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেটা!!



বা হাতে ফাইল নিয়ে ক্ষয়ে যাওয়া চটি পায়, ছেলেটা এই পথে প্রতিদিন হেটে যায়। টেনেটুনে কোনমতে দিয়েছিল এম.এ পাশ, সনদেরা বোঝা আজ ছেলে করে হাসফাস। এ অফিস সে অফিস ঘুরে ঘুরে জের-বার, কোথাও যে জানাশোনা মামা খালু নেই তার। টিউশনি করে করে দিন গুলো কেটে যায়, বেতননের ঠিক নেই খাট্ ছেলে; খেটে যায়। গ্রামে তার পথ চেয়ে বসে আছে চাষী বাপ, গরিবের ঘোড়া রোগ পড়াশুনা মহা পাপ। প্রেমিকার চোখে জল, রাত কাটে ঘুম হীন, বোকা সোকা ছেলে শুধু হেটে চলে প্রতিদিন!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।