আমাদের কথা খুঁজে নিন

   

ছবি তোলা নিষেধ



সরকারী অনেক ভবনের সামনে লেখা থাকে-ছবি তোলা নিষেধ। কেউ দুঃসাহস করে কিনা জানিনা। তবে কাউকে তুলতে দেখিনি। আমি নিজেও সতর্ক থাকি। ক্যামেরা হাতেও রাখি না।

অনেক জায়গায় নিয়েও যাই না। সেদিন একটা গ্যাসষ্টেশনে ঢুকেছি। নামতে হয় নেমেছি। ক্যামেরা হাতে, একটা দৃশ্য ভালো লাগলো তুললাম। ঘুরে দাঁড়িয়ে দেখি- লেখা আছে বড় করে, দেয়ালে- ছবি তোলা নিষেধ।

অবাক লাগলো। কোথাও এমন লেখা দেখিনি। ছবিটা কি করবো? মোছা সাড়া। পবিত্র মক্কা শরীফে ছবি তোলা নিষেধ, এমন অবস্হায় কেউ কেউ তুলে ফেলে। এতে সিকিউরিটি টের না পেলে হয়তো ঠিক আছে।

কিন্তু ফ্লাশ জ্বললে আর সিকিউরিটি টের পেলে কারুর ক্যামেরা বাজেয়াপ্ত করে আর কারুর নেগেটিভ খুলে নিয়ে নেয়, ক্যামেরা ফেরৎ দেয়। আজকাল এত কিছুর মধ্যে আর এত রকমভাবে ক্যামেরা পাওয়া যায় যে ছবি তোলা সহজ, দ্রুত এবং ব্যয়বহুল নয় । তাড়াতাড়ি শেয়ার করা, পাঠানো যায়, ছড়িয়েও ফেলা যায়। তারপরও যেখানে ছবি তোলা নিষেধ, সেখানে নিষেধই। যত আকর্ষনীয় হোক-ছবি তোলা যাবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।