আমাদের কথা খুঁজে নিন

   

যৌন ব্যাধি সমূহ (Sexual disease)

সাধারণ মানুষ যার জানার কিছু ইচ্ছা আছে।
যৌন ব্যাধি বলতে সঙ্গম সম্পর্কিত প্রভৃতি ব্যাধি বুঝায় যাহা গনোরিয়া,পুরুষত্বহীনতা,ইত্যাদি । কিন্তু যেহেতু পুরুষের ক্ষেত্রে মু্ত্রনলী পুরুষাঙ্গের ভিতর দিয়ে গিয়াছে আর স্ত্রী-লোকের বেলায় মুত্রনালী ও যোনি পথ খুবই কাছাকাছি এই জন্যে প্রসাব সম্পর্কীয় বহুবিধ রোগকে যৌন বাধি বলে রোগী মনে করে। তাই দেখা যায় ঘন ঘন প্রস্রাব করলেই তাহারা “মেহ” বা শুক্রতারল্য রোগ ধারনা করে। আবার প্রস্রাব সাদা হলে মনে করে যে তার প্রস্রাবের সাথে সাদা রং এর বীর্য্য বাহির হচ্ছে।

তাই আলোচনায় যৌন ব্যাধির বিবরন দিতে গিয়ে ঘোলাটে প্রস্রাব হওয়ার কারনের বাখ্যা স্বভাবতঃই এসে যায়। আর এই জন্য ঐ জাতীয় কষ্টের বিবরণ পরবর্তীতে আলোচনা হবে। প্রকৃত পক্ষে যৌন ব্যাধি নয় কিন্তু এমন অনেক অবস্থা আছে যাহা মানুষ বহুকাল ধরে যৌন ব্যাধি মনে করে আসছে যেমন -স্বপ্নদোষ,শুক্রতারল্য ইত্যদি। এই গুলি প্রথম আলোচনা করা হবে। যৌন অঙ্গে জ্বালা যন্ত্রনা।

কারন সমূহঃ- ১.গনোরিয়া। ২.অন্যান্র জীবানু জনিত ইউরেথ্ রাইটিজ। ৩.প্রস্রাবের থলিতে পাথর হওয়া। ৪. প্রস্রাবের সহিত অধিক ইউরিক এসিড ও অক্সালেট কৃষ্টাল বাহির হওয়া। ৫. প্রস্রাবের রিয়্যাকশন অত্যধিক এসিড বা এ্যালকালিক হওয়া।

৬.ইউরেথ্ রালজিয়া।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।