জীবনটা অনেক সুন্দর.........
বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্ট এর ফ্রেম ওয়ার্ক এর মধ্যে জেকুয়েরী সব থেকে ভাল অবস্থানে রয়েছে । তাই ওয়েব প্রোগ্রামরা জেকুয়েরী প্লাগইন্স বানানোর ব্যাপারে খুবই আগ্রহী হয়ে উঠছে। অনলাইনে এখন জেকুয়েরীর প্রচুর প্লাগইন্স একদম বিনামূল্যে পাওয়া যায় । তার মধ্যে থেকে বেছে বেছে কাজের ৭টি প্লাগইন্স এর সাথে আজ আমরা পরিচিত হবো। তাহলে শুরু করা যাক।
১। IconDock:
আপনার ওয়েবসাইটের ম্যানুকে ম্যাকবুক স্টাইল এর মত দেখাতে চাইলে খুব সহজেই এই প্লাগ-ইন্স দিয়ে তা করতে পারবেন। সাধারনত স্ট্যাটিক পেইজ গুলোতে এই প্লাগ-ইন্সটি ব্যাবহার করা হয়
ডাউনলোড লিংকঃ http://bit.ly/h7VUCr
২। Simple controls gallery:
যারা ওয়েবসাইটে খুব সহজেই একটি ফটোগ্যলারী বসাতে চান তাদের জন্য বানানো হয়েছে এই প্লাগ-ইন্সটি। শুধু ইমেজ এর লোকেশন স্কিপ্ট এ বসিয়ে দিলে নিজ থেকে(অটোমেটিকভাবে) এটি ইমেজ গুলো দেখাতে থাকবে।
ইমেজ এর প্রিভিউ ছাড়াও এর সাথে পাচ্ছেন ইমেজ এর টাইটেল প্রিভিউ, প্লে, নেক্সট, প্রিভিয়াস বাটন।
ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/hbcOsO
৩। JGrowl:
ফেসবুকে ফটো,স্টাটাসে কমেন্টস এর পরে নিচে যে নটিফিকেশন আসে তা দেখে আমার মনে হল কিভাবে এটা করা হয়েছে বা কিভাবে আমি আমার সাইটে এটা নিয়ে আসা যায়। তখন ইন্টারনেটে সার্চ দিয়ে পেলাম এই প্লাগ-ইন্সটি। খুবই কাজের ও চমৎকার একটি প্লাগ-ইন্স।
এই প্লাগ-ইন্সটির ম্যনুয়াল/ডকুমেন্টেশনটি এক কথায় অসাধারন। আপনি খুব সহজেই এই প্লাগ-ইন্সটি নিজের মনের মত (কাস্টমাইজ) করে সাজিয়ে নিতে পারবেন।
ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/hnIdIa
৪। Flip jquery plugin:
আমার দেখা সবথেকে সুন্দর একটি প্লাগ-ইন্স। যারা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাতে চান তাদের জন্য এই প্লাগ-ইন্সটি।
কারন একটি ফ্রেম এর মধ্যে আপনি একই সাথে ২টি বিজ্ঞাপন দেখাতে পারবেন। একটু ডাউনলোড করে দেখুন। খুবই চমৎকার একটি প্লাগ-ইন্স।
ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/ebfT2Y
৫। SeekAttention:
ওয়েব সাইটে টেক্টস সার্চ করার পরে যদি ইউজারকে সার্চ এর অংশটুকু এনিমেশন এর মাধ্যমে দেখানো যায় তাহলে মনে হয় ব্যাপারটা মন্দ হয় না ? এই প্লাগ-ইন্সটি সেই অপশন গুলো দিচ্ছে।
ফেড-ইন, ফেড-আউট এনিমেশন সহ এই প্লাগ-ইন্সটি এককথায় চমৎকার।
ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/eHgFdn
৬। FancyBox:
যারা ইমেজ গ্যালরী নিয়ে কাজ করেন তাদের জন্য এই প্লাগ-ইন্সটি হতে পারে একটি কাজের জিনিস। কারন এই প্লাগ-ইন্সটি আপনাকে দিচ্ছে ইমেজ জুম করার সুবিধা। শুধু তাই নয়, এখানে ইমেজের এর সাইজ অটোমেটিকভাবে সেট হয়ে যায়।
এই প্লাগ-ইন্সটির সাথে আপনি পাবেন সম্পুর্ন ডকুমেন্টেশন এবং কাস্টমাইজের সুবিধা।
ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/emGIQN
৭। Select to slide:
এই প্লাগ-ইন্সটি একটু এডভান্স লেভেল এর। সিলেক্ট বক্স এর পরিবর্তে ব্যবহার করে দেখতে পারেন এই প্লাগ-ইন্সটি।
ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/gGBZSP
বোনাস আরো কিছু প্লাগ-ইন্সঃ
১।
৬টি ইমেজ গ্যালারী প্লাগ-ইন্স (6 Image Manipulation jQuery Plugins )
২। ১০টি জেকুয়েরী ড্র্যাগড্রপ প্লাগ-ইন্স (10 Handy Drag And Drop jQuery Plugins )
আজ এটুকুই। আপনাদের কাছে আর কিছু ভাল ভাল জেকুয়েরী প্লাগ-ইন্স এর লিস্ট থাকলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভাল থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।